হৃতিক রোশনের সঙ্গে সাবা আজাদের সম্পর্ক এখন টক অফ দ্য টাউন। বয়সে অনেকটাই ছোট সাবার সঙ্গে ডেটিং করছেন হৃতিক, তা এখনও কারোই অজানা নয়। হৃতিকের পরিবারের সঙ্গেও দারুণ বন্ডিং প্রেমিকার। এমনকী হৃতিকের প্রাক্তন স্ত্রীর সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে সাবাকে। চলতি বছরের শুরুতে মুম্বইয়ের এক রেস্তোঁরায় সাবার সঙ্গে নৈশভোজে লেন্সবন্দি হয়েছিলেন ‘কৃশ’ তারকা। তারপর থেকেই এই জুটির প্রেম নিয়ে চর্চার শেষ নেই। দিন কয়েক আগেই প্রকাশ্যে হৃতিককে ‘আমার ভালোবাসা’ বলে সম্বোধন করেছেন সাবা।
এরপর আর লুকোচুরির কোনও ব্যাপার আছে কি? চর্চিত নয়, বলা ভালো এখন হৃতিকের প্রেমিকা সাবা। বুধবার ফের একবার সাবা লেন্সবন্দি হলেন হৃতিকের পুরো পরিবারের সঙ্গে। উপলক্ষ্য ছিল হৃতিকের তুতো ভাই এয়সান রোশনের জন্মদিন। সংগীত পরিচালক রাজেশ রোশনের পুত্র এয়সান। রোশন পরিবারের যে কোনও খুশির জমায়েতেই এখন মধ্যমণি হয়ে উঠেন সাবা।
রাকেশ রোশন ছেলের জন্মদিনের সেলিব্রেশনের যে ছবি পোস্ট করেছেন সেখানে কেক হাতে ধরা দিলেন হৃতিক, পাশে ভাই এয়সান। অন্যদিকে হবু শ্বশুরমশাইয়ের পাশেই দাঁড়িয়েছিলেন সাবা। ছবিতে ধরা দিয়েছে হৃতিক-সুজানের দুই পুত্র রেহান এবং রিদানও। এই ছবি শেয়ার করে ‘কহো না প্যায়ার হ্য়ায়’ পরিচালক লেখেন- ‘এসুর জন্মদিন উপলক্ষ্যে জমাটি পারিবারিক আড্ডার আসর’।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজেপ আসন্ন প্রোজেক্ট 'মিনিমাম'-এর ঘোষণা সারেন সাবা। রুমানা মোল্লার এই ছবিতে নমিত দাস, গীতাঞ্জলি কুলকার্নির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সাবা। হৃতিক সাবার এই পোস্টে লেখেন, ‘বাহ! তুমি ফাটিয়ে দেবে!! দারুণ দারুণ!’ হৃতিকের এই মন্তব্যের রোম্যান্টিক জবাব দিয়ে সাবা লিখেছিলেন, ‘একদম, প্রার্থনা করছি…’। এরপর স্প্যানিশে তিনি লেখেন, 'মন আমোর', যার বাংলা তর্জমা দাঁড়ায় ‘আমার ভালোবাসা’। ইনস্টাগ্রাম পোস্টে ভালোবাসার এই আদান-প্রদান স্পষ্ট করে দিয়েছে ভালোবাসায় ডুবে আছে এই প্রেমিক জুটি।