৬ সেপ্টেম্বর, ৭৩ বছরে পা দিলেন পরিচালক রাকেশ রোশন। বাড়িতেই পরিবারের সঙ্গে জমজমাট জন্মদিন সেলিব্রেশনে মেতে উঠেছিলেন তিনি। ছেলে তথা অভিনেতা হৃতিক রোশন বাবার জন্মদিন পার্টির ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন। ঘরোয়া ভাবেই জন্মদিন উদযাপনের ব্যবস্থা করেছিলেন তাঁরা। পার্টিতে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক-ভাই রাজেশ রোশন, স্ত্রী পিঙ্কি রোশন, মেয়ে সুনয়না রোশন এবং নাতি রেহান, হৃদান।
জন্মদিনে পরিবারের সঙ্গে বিশেষ এবং আনন্দে ভরা মুহূর্ত কাটিয়েছেন রাকেশ রোশন। এ দিন বার্থ ডে বয়কে গোলাপি টি-শার্ট এবং কালো প্যান্ট, গলায় মালা পরে দেখা গিয়েছে। টেবিলে রাখা কেকের উপর মোমবাতিতে ফুঁ দিয়ে ছুরি বসিয়েছেন তিনি। হৃতিক সাদা প্যান্টের সঙ্গে কালো টি-শার্ট এবং ক্যাপ পরেছিলেন। আরও পড়ুন: ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ডেট করছেন ইলিয়ানা! আসল গল্প ফাঁস করে দিলেন করণ জোহর
হৃতিকের শেয়ার করা ভিডিয়োতে প্রবীণ পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেন। ভিডিয়োতে পরিবারের সকলের সঙ্গে হাততালি দিয়ে ‘হ্যাপি বার্থ ডে’ গাইতে শোনা গিয়েছে হৃতিককে। ক্যাপশনে হৃতিক লেখেন, ‘গত রাতের কথা।শুভ জন্মদিন বাবা। এই ৭৩-য়ে যেন ৩৭ লাগছে তোমায়। জয়ী। আমরা সবাই তোমায় ভালোবাসি।’ আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র মুক্তির ক্ষেত্রে সুন্দর পরিবেশ', বিতর্কের মাঝে মুখ খুললেন আলিয়া
অভিনেতা এবং পরিচালক, রাকেশ রোশন ‘কাহো না পেয়ার হ্যায়’ (২০০০) এবং হৃতিক রোশনের সঙ্গে ক্রিশের মতো হিট সুপারহিরো সিরিজ উপহার দিয়েছেন। তিনি রেখার সঙ্গে খুবসুরাত (১৯৮০) এবং জয়া প্রদার সঙ্গে কামচোর (১৯৮২) সালের ছবিতে অভিনয় করেছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তার পরিচালিত ছবিগুলি- খুন ভরি মাঙ্গ (১৯৮৮) এবং করণ অর্জুন (১৯৯৫)। খেলা (১৯৯২) এবং কয়লা (১৯৯৭)-এর মতো ছবিতে হৃতিক তার বাবার সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর রাকেশ হৃতিককে কাহো না... পেয়ার হ্যায় ছবিতে লঞ্চ করেন। ছবিটি দিয়ে অমিশা প্যাটেলেরও বলিউডে অভিষেকও হয়েছিল। আরও পড়ুন: চরম টাইট ফিট পোশাক পরে যোগাসন করতে ছুটছেন মালাইকা, আকাঙ্খা! হু হু করে ভাইরাল ছবি
শীঘ্রই হৃতিককে ‘বিক্রম বেদা’ ছবিতে দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয় করেছেন সইফ আলি খান। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে। তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। ‘ওয়ার’ ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-য়েও অভিনয় করেছেন হৃতিক। এই ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে তাঁকে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।