পরনে হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ, গলায় জড়ানো ওড়না, মাথার চুলটা আলগোছে হালকা খোঁপা করে বাঁধা। হাত তুলে হাসিমুখে অফিসের কম্পিউটার টেবিলের সামনে দাঁড়িয়ে শ্রুতি দাস। থুড়ি শ্রুতি নন ইনি অদিতি। উইডোজ প্রোডাকশনের আগামী ছবি 'আমার বস'-এবার এই চরিত্রেই দেখা যাবে অভিনেত্রীকে।
২০ মার্চ, বৃহস্পতিবার নির্মাতাদের তরফে সামনে আনা হয়েছে শ্রুতির লুক। তাঁর লুক শেয়ার করে উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা হয়েছে, ‘একদিকে অফিস সামলায় অন্যদিকে শ্বশুরবাড়ি, মাঝে মাঝে বস বকলে তার রাগও হয় ভারী! অদিতির চরিত্রে শ্রুতি দাস আসছে ৯ই মে থেকে বড় পর্দায়।’
আর এই পোস্টার সামনে আসার পরই আবেগতাড়িত হয়ে পড়েন শ্রুতি। ফেসবুকের পাতায় তিনি লেখেন, ‘তথাকথিত ছোটো একটি শহর থেকে এক আকাশ স্বপ্ন বুকে বেঁধে পাড়ি দিয়েছিলাম এই বিরাট নগরী তে। ছোটোপর্দায় মুখ্য ভূমিকায় কাজ করা কালীন একদিন ওটিটি,বড়ো পর্দায় কাজ পাবো এই স্বপ্ন দেখতে না দেখতেই এমন এক ম্যাজিক ঘটে গেলো জীবনে। (ডিসেম্বর,২০২৪)।’
আরও পড়ুন-'যদি আবার' গেয়ে পেয়েছিলেন খোদ অরিজিৎ সিং-এর প্রশংসা, হঠাৎ 'প্যারালাইজড' ২৭ বছরের অ্যাঞ্জেল
শ্রুতির কথায়, ‘এটা শিবু দা আর নন্দিতা দির দূরদৃষ্টির ফল ছাড়া আর কিছুই না। চেষ্টা করি, নিজের কাজ টুকুই মন দিয়ে করার বাকি কিছু সেভাবে পারিনা, স্যার আর ম্যাম বোধ করি শুধুমাত্র সেই ভরসাতেই আমার হাত ধরে তুলে এনেছিলেন সেদিন। আকাশ ছোঁব স্বপ্ন দেখি রোজ,ভগবান তাই বোধ হয় Windows নামক জাদুকরী জানলা খুলে দিয়ে ঝলমলে রোদ মাখা আকাশ টা দেখিয়ে বুঝিয়েছিলেন, ওই দূরের আকাশটা একদিন ছুঁতেই হবে, এই হলো তার প্রথম ধাপ।’
সবেশেষে লেখেন, ‘আমার অভিনীত প্রথম ছবি, #আমারবস। আর জীবনে যা কিছুই প্রথম খুব স্পেশাল। আশীর্বাদ করবেন। দেখা হবে ৯ই মে ২০২৫ থেকে প্রেক্ষাগৃহে।’
শ্রুতি দাসের এই পোস্টের নিচে তাঁকে প্রশংসা আর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, এই ছবির হাত ধরেই দীর্ঘ ২২ বছর পর সিনেমার পর্দায় ফিরছেন কিংবদন্তি রাখি গুলজার। ছবিতে অন্য়ান্য চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, গৌরব চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন সহ টলিপাড়া একগুচ্ছ তারকা ব্যক্তিত্ব।