বেশ কয়েক সপ্তাহ ধরে শিরোনামে রয়েছেন রাখি সাওয়ান্ত। কারণটা স্বামী আদিল দুরানির সঙ্গে রাখির ঝামেলা, যা এখন আইনি লড়াইতে পরিনত হয়েছে। রাখির আনা গার্হস্থ্য হিংসার অভিযোগ এবং অন্য এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগে আপাতত আদিল দুরানি জেলবন্দি। এসবের মাঝে স্বামী আদিল দুরানির পরিবারকে নিয়ে ফের বিস্ফোরক রাখি।
সম্প্রতি সাংবাদিকদের সামনে রাখি জানান, তিনি হিন্দু তাই আদিল দুরানির পরিবার তাঁকে গ্রহণ করছে না। মাইসুরু আদালতের বাইরা দাঁড়িয়ে রাখি সাংবাদিকদের বলেন, ‘আদিল আমায় বিয়ে করেছে, আর আমি বিচার চাই। আজ সকালে আদিলের বাবার সঙ্গে কথা হচ্ছিল, তখন উনি বললেন, ওঁরা আমায় মানতে পারবেন না, কারণ আমি হিন্দু। আমি তখন ওদের বলি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার ছেলে আমায় বিয়ে করেছে, একথা শুনে উনি আমার ফোন কেটে দেন। আদিল সবসময় আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়।’
রাখি আরও বলেন, ‘আমি আদিলকে ডিভোর্স দিতে চাই না। আমি ওর স্ত্রী। ওর বাবা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমি মাইসুরুর কাউকে চিনি না, তবে আমি বিচার চাই। আমি ইসলাম কবুল করেছি। আমার বিয়ের সব কাগজপত্র আমার কাছে আছে। এখন আমায় কোথায় যেতে হবে? আপনারাই বলুন, আমার কী করা উচিৎ?'
রাখি আরও বলেন, এক বছর আগে মাইসুরুতে আদিলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আট মাস আগে তাঁরা বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন বলে দাবি করেন রাখি। জানান, তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন মুম্বইতে হয়েছিল। আদিল তাঁকে প্রতিশ্রুতি দেন, যে তাঁরা একসঙ্গে থাকবেন, তাঁদের সন্তান হবে এবং একসঙ্গে আরও অনেক কিছু করবেন। রাখির দাবি, আদিল তাঁর কাছ থেকে সমস্ত গয়না ছিনিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছেন। মাইসুরুর একজন ইরানি মহিলার সঙ্গেও আদিল প্রতারণা করেছেন, ওই ইরানি মহিলার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর তাঁর সঙ্গে সহবাস করেন আদিল। পরে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন, এমনকি প্রাণনাশের হুমকি দেন। এখন অবশ্য ওই মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। রাখির কথায়, ইরানি মহিলা তাঁকে আগেই সাবধান করেছিলেন, আদিল তাঁর সঙ্গেও প্রতারণা করবেন। ওই মহিলা আমায় মেসেজ পাঠিয়ে জানান, আদিলও রাখিকে শুধুমাত্র টাকার জন্য ব্যবহার করছেন। এবং ওই ইরানি মহিলাকে আদিল দুবাইতে বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।'