রাখি সাওয়ান্ত গুরুতর অসুস্থ। গত ১৪ মে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় রাখিকে। হাসপাতালের বিছানা থেকেই রাখির একাধিক ছবি ভাইরাল হয়। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখা গিয়েছিল রাখিকে। জানা গিয়েছিল, তাঁর হার্টে বেশকিছু গোলযোগ দেখা গিয়েছে। এবার রাখির অসুস্থতা নিয়ে মুখ খুললেন তাঁর প্রথম, প্রাক্তন স্বামী রীতেশ।
রীতেশ নিউজ 18 কে জানিয়েছেন, ডাক্তাররা রাখির জরায়ুতে টিউমার পেয়েছেন। ডাক্তাররা সন্দেহ করছেন সেটা ক্যানসার হলেও হতে পারে। রীতেশ আরও জানিয়েছেন, রাখির পেট এবং বুকে ব্যথার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বেশ কয়েকটি পরীক্ষা করিয়েছেন এবং রিপোর্ট এখনও আসেনি। ডাক্তাররা একটা অস্ত্রোপচারের কথা বলেছেন। কিন্তু তাঁরা প্রথমে পরীক্ষা করতে চান এটা আদৌ ক্যান্সার কিনা!'
প্রসঙ্গত, বুধবার রাখির প্রাক্তন রীতেশ অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছিলেন, বলেন, তাঁর অবস্থা 'সঙ্কটজনক'। রীতেশের কথায়, ‘রাখি নিজের এমন একটা ইমেজ তৈরি করেছেন, যে কারণে লোকজন সবসময় ভাবেন যে তিনি হয়ত ওটাও ঠাট্টা করছেন। তবে এটা কোনও রসিকতা নয়। লোকজন যতই তাঁকে ড্রামা কুইন বলুন না কেন, এবার বিষয়টি গুরুতর। আসলে রাখির পালে বাঘ পড়ার মতো অবস্থা হয়েছে। তাই এবারও লোকজন ভাবছেন রাখি নাটক করছেন। তবে আমি ওঁকে জানি এবং জানি ঠিক কী ঘটেছে।’
প্রসঙ্গত, দুদিন আগেই রাখি সাওয়ান্ত একটা অনুষ্ঠানে লাল তোয়ালে পরে হাজির হয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে পাপারাৎজ্জিদের সঙ্গে নানা মজা মশকরা করতেও দেখা যায়, তখনও রাখির সঙ্গে ছিলেন তাঁর প্রথম প্রাক্তন স্বামী রীতেশ কুমার। এরপর বুধবারই আসে সামনে রাখির অসুস্থতার খবর।
যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর চোখ বন্ধ। তাঁর এক হাতে চ্যানেল করা রয়েছে, যার মাধ্যমে ওষুধ যাচ্ছে। আরেক হাতে পালস অক্সিমিটার লাগানো। তাঁর সমানে ব্লাড প্রেসারও মনিটর করা রয়েছে। অসুস্থতার পর থেকেই তাঁর প্রথম প্রাক্তন স্বামীকে রাখির পাশে থাকতে দেখা গিয়েছে। তবে এক্ষেত্রেও রাখিরে আক্রমণ করতে ছাড়েননি, তাঁর সদ্য প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। আদিলের দাবি, ‘ওঁর এই রকম কোনও সমস্যা নেই। আমি যখন রাখির সঙ্গে সম্পর্কে ছিলাম, তখন ওঁর পুরো বডি টেস্ট করা হয়েছিল। ওঁর কোনো সমস্যা ছিল না।’