বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাখি সাওয়ান্তের কিছু ছবি! যে ছবিগুলিতে রাখিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর চোখ বন্ধ। তাঁর এক হাতে চ্যানেল করা রয়েছে, যার মাধ্যমে ওষুধ যাচ্ছে। আরেক হাতে পালস অক্সিমিটার লাগানো। তাঁর সমানে ব্লাড প্রেসারও মনিটর করা রয়েছে। কিন্তু কী হয়েছে রাখির? সেবিষয়টি এখনও স্পষ্ট নয়।
এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছেন রাখির প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে আদিলের অভিযোগ, ‘জেলের সাজা থেকে বাঁচতে রাখি ইচ্ছাকৃতভাবে নাটক করছেন।’ জেলের সাজা থেকে বাঁচতে ইচ্ছাকৃতভাবে নাটক করছেন। প্রসঙ্গত রাখির বিরুদ্ধে আগেই রাখির ব্যক্তিগত ও অশ্লীল ভিডিও ফাঁস করার অভিযোগে মামলা দায়ের করেছিলেন আদিল।
ঠিক কী বলেছেন আদিল?
আদিলের কথায়, রাখির এখনও পর্যন্ত কোনও 'মেডিক্যাল রিপোর্ট নেই। চিকিৎসকরা কিছু বলেননি। তিনি কোন হাসপাতালে আছেন তা আমরা কেউ জানি না। যদি ওর হার্ট অ্যাটাক হয়ে থাকে,তাহলে যতদূর জানি, এধরনের রোগীদের সাধারণত অক্সিজেন মাস্কের প্রয়োজন হয়। তবে রাখি সাওয়ান্তের সেসব কিছুই নেই। রাখি এটা করছেন কারণ তাঁকে শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা ও জেলে যাওয়া থেকে বাঁচার জন্য নাটক করছে।
এদিকে রাখির প্রাক্তন প্রেমিক রীতেশ রাজ সিং আরও দাবি করেছিলেন, রাখি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা ওঁর জরায়ুতে টিউমার পেয়েছেন। এই দাবির জবাবে আদিল বলেন, ‘ওঁর এই রকম কোনও সমস্যা নেই। আমি যখন রাখির সঙ্গে সম্পর্কে ছিলাম, তখন ওঁর পুরো বডি টেস্ট করা হয়েছিল। ওঁর কোনো সমস্যা ছিল না।’
রাখির বিরুদ্ধে অভিযোগ
রাখির বিরুদ্ধে আদিল খান দুরানির অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ এবং ৩৪ ধারা অনুযায়ী মানহানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা হয়। এছাড়াও রাখির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের (আইটি আইন) ৬৭(এ) ধারায় বৈদ্যুতিন মাধ্যমে যৌন উত্তেজক উপাদান ছড়ানোর অভিযোগে মামলা রয়েছে। অভিযোগ রাখি যৌনতাপূর্ণ বিষয়বস্তু মোবাইল ফোনের মাধ্যমে টক শোতে প্রদর্শন করেছিলেন। এদিকে এই মামলায় রাখির আগাম জামিনের আবেদন আগেই খারিজ করেছেন বম্বে হাইকোর্ট।
আদিল খান দুরানি
এদিকে রাখির প্রাক্তন স্বামী আদিল এই বছরের মার্চং বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করেন। সেই বিয়ের কথা নিজেই ছবি শেয়ার করে প্রকাশ্যে এনেছিলেন আদিল। এদিকে গত বছর আদিলের সঙ্গে বিয়ে হয়েছিল রাখির। বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, টানা নয়ছয় এবং নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেন রাখি। গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রেফতারও করা হয়েছিল আদিলকে।