সাজিদ খানের নামে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন শার্লিন চোপড়া। শনিবার জুহুর থানাতেও গিয়েছিলেন বয়ান দিতে। তবে সেখান থেকে বেরিয়ে জানান, যেই পুলিশ অফিসারের তাঁর বয়ান রেকর্ড করার কথা সে আসেনি। তিনি বারবার কোনও লেডি পুলিশের কাছে বয়ান দিতে চেয়েছিলেন, সেটাও নাকি শোনা হয়নি। আর এবার এই গোটা ঘটনা নিয়ে মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া দিলেন রাখি। শুধু তাই নয়, নকলও করলেন শার্লিনকে।
পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে শার্লিনকে নকল করে দেখাচ্ছেন। তারপর বলেন, ‘কেন নেবে যখন ও (সাজিদ খান) কোনও দোষই করেনি। ওর বিরুদ্ধে এখনও কেউ কোনও বয়ান দেয়নি। আদালত এখন সাজিদকে কালাপানি বা ফাঁসির আদেশ দেননি। তুমি চারকিলো মেকআপ লাগিয়ে, শাড়ি পরে, মিডিয়ার সামনে দোষ দাও। লজ্জা লাগে না তোমার?’ সঙ্গে আবার যোগ করেন, ‘চুল্লুভর পানিমে ডুব নেহি যাতে তুম?’
রাখি মনে করেন মিডিয়ার সামনে কাওকে দোষ দেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে নেওয়া উচিত। বলেন, ‘পুলিশও জানে এই কেসে কোনও দম নেই। এই ম্যাডাম রোজ ঘুম থেকে উঠে অভিযোগ জানাতে চলে আসে। কখনও আমার ভাই রাজকুন্দ্রার নামে, তো কখনও আবার ভাই সাজিদের নামে। কী সমস্যা ওর! আরও ৬ মাস দাঁড়িয়ে যাও, দেখবে আবার কারও নামে ধর্ষণের অভিযোগ তুলবে।’
সপ্তাহ দুয়েক আগে টুইটারে ক্ষোভ উগড়ে শার্লিন লিখেছিলেন, 'উনি আমাকে ওঁর যৌনাঙ্গ প্রদর্শন করেছিলেন। সেটি দেখে ০ থেকে ১০-এর মধ্যে নম্বর দিতে বলেন। 'বিগ বস'-এর বাড়ি এসে ওঁকে রেটিং দিতে চাই। ভারত দেখুক, ওঁর মতো একজন মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত। এখনও পর্যন্ত কেউ বলেননি যে, সাজিদ তাঁর মাথায় হাত রেখে তাঁকে আশীর্বাদ করেছেন। যৌন হেনস্থা করা যে ওঁর স্বভাব, তা আমাদের বুঝে যাওয়া উচিত। সলমন খান আর 'বিগ বস'-এর নির্মাতারা এমন একজনকে আশ্রয় দিচ্ছেন! এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই আমাকে বলুন!'