দিনকয়েক আগেই চোখের জল ফেলে নিজের বিয়ে অবৈধ বলে জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত নিজেই। ‘বিগ বস ১৫’র ঘরে বর রীতেশকে নিয়ে ঢোকেন তিনি। আর তারপরই রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া তারওপর বড়সড় অভিযোগ এনেছিলেন। মিডিয়ায় জানিয়েছিলেন তাঁদের এখনও ডিভোর্সই হয়নি। যা রাখি-রীতেশের বিয়েকে অবৈধ বলেই প্রমাণ করেছিল।
বর রীতেশের সাথে সমস্যার কথাও অস্বীকার করেছেন রাখি। বিগ বস চলাকালীন বেশ কয়েকবার শো-তে রাখির সাথে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছিল রীতেশকে, যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন খোদ সলমনও।
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে। ও মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সাথে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি। ও বেলজিয়াম থেকে আসে তারপর বিগ বসের ঘরে প্রবেশ করে। ও আমাকে অনেক ভালোবাসা আর আদর দিয়েছে।’
রাখি তাঁর আর রীতেশের ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে জানান, ‘আমরা অফিসিয়ালি এখনই বিয়ে করছি না।’ যদিও ভবিষ্যতে রীতেশের সাথেই থাকতে চান তিনি। রাখি জানান, ‘আমি মনে করি রীতেশ স্বামী হিসেবে খুব ভালো। আমি জানি না স্নিগ্ধপ্রিয়া কী বলেছে। আমি জানতেও চাই না। আমি শুধু জানি রীতেশ আমার সাথে খুব ভালো। আর ও খুব ভালো বর হবে। আমরা ভবিষ্যতে খুব ভালো জুটি হব। সবার আশীর্বাদে আমাদের সন্তানও হবে।’
‘বিগ বস ১৪’-তেও অংশগ্রহন করেছিলেন রাখি। সেখানে স্বামী রীতেশের উদ্দেশে বারবার সামনে আসার অনুরোধ জানিয়েছিলেন তিনি এবং চাইতেন সকলকে রীতেশ নিজের মুখেই বিয়ের ব্যাপারটা খুলে বলুক। এরপর হঠাৎই ‘বিগ বস ১৫’তে যান রাখি বরকে সাথে নিয়ে। রীতেশকে দেখে সলমনও প্রশ্ন তুলেছিলেন, ‘এটা কি রাখির নিজের বর নাকি ভাড়া করে আনা?’