বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant's mother dies: মা'কে হারালেন রাখি সাওয়ান্ত, ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা

Rakhi Sawant's mother dies: মা'কে হারালেন রাখি সাওয়ান্ত, ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা

মাতৃহারা রাখি

Rakhi Sawant's mother dies: প্রয়াত রাখি সাওয়ান্তের মা। গত তিন বছর ধরে ভুগছিলেন ব্রেন টিউমার ও ক্যানসারে। 

অভিনেত্রী তথা রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্তের মা প্রয়াত। শনিবার চলে গেলেন রাখির মা জয়া সাওয়ান্ত। বেশ কয়েক মাস ধরেই ব্রেন টিউমার এবং মারণরোগ ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। ভর্তি ছিলেন মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউ-তে। সেখানেই মৃত্যু হয় তাঁর। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি, তবে শেষরক্ষা হল না।

গত তিন বছর ধরেই মারণরোগের সঙ্গে অক্লান্ত লড়াই চালাচ্ছিলেন জয়া দেবী। নিয়মিত মায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের আপটেড দিতেন রাখি। অসুস্থ মায়ের চিকিৎসায় সলমন খান ও সোহেল খান শুরু থেকেই পাশে ছিলেন রাখির। সে কথা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী।

দিন কয়েক আগেই শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ আটক করেছিল রাখিকে। দীর্ঘ পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর রেহাই মেলে রাখির। সোজা হাসপাতালে হাজির হয়েছিলেন বিগ বস মারাঠির এই প্রতিযোগি। রাখি সেইসময়ই জানান, ‘যে কোনও সময় যা কিছু ঘটে যেতে পারে, সকলে প্রার্থনা করুন। মা ভালো নেই’। 

আরও পড়ুন-‘কিয়ারার সঙ্গে বিয়েটা কবে?' প্রশ্ন শুনে লজ্জায় লাল ‘মজনু’ সিদ্ধার্থ, বললেন…

গত কয়েক মাস ধরেই চর্চায় রাখির ব্যক্তিগত জীবন। গত মাসেই রাখি ঘোষণা করেন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে গত মে মাসেই বিয়ের পর্ব সেরে ফেলেছেন তিনি। ইসলাম ধর্মও গ্রহণ করেছেন অভিনেত্রী। শুরুতে রাখির সঙ্গে সম্পর্ককে মান্যতা দেয়নি আদিল। পরে স্ত্রী হিসাবে রাখিকে গ্রহণ করে আদিল। মায়ের অসুস্থতায় সারাক্ষণ রাখির পাশে ছিল আদিলও।

বন্ধ করুন