বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant Wedding: চুপিচুপি আইনি বিয়ে রাখির, সামনে এল ছবি! পাত্রকে চেনেন?

Rakhi Sawant Wedding: চুপিচুপি আইনি বিয়ে রাখির, সামনে এল ছবি! পাত্রকে চেনেন?

আদিলকে বিয়ে করলেন রাখি। 

চুপিচুপি বিয়ে করে নিয়েছেন রাখি সাওয়ান্ত। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইনি বিয়ের ছবি। দেখুন-

চুপিচুপি বিয়ে করে নিয়েছেন রাখি সাওয়ান্ত। আপাতত এই কনট্রোভার্সি কুইনের বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন তিনি। রাখি ছবি শেয়ার না করলেও, তা ছড়িয়ে পড়েছে আগুনেরই মতো। যেখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাখি ও আদিল। দুজনের গলাতেই বরমালা।

আরও একটা ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। আর দেখতে পাওয়া তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়ে গিয়েছে বিয়েটা। যা এতদিন সকলের থেকে তাঁরা গোপনই রেখেছিলেন। আরও পড়ুন: কেঁদে হাল খারাপ রাখি সাওয়ান্তের! ব্রেন টিউমার এবং ক্যানসারে আক্রান্ত মা, ভর্তি হাসপাতালে

এর আগেও একবার ছড়িয়েছিল রাখি সাওয়ান্তের বিয়ের খবর। সেই সময়তে তো বিয়ের সাজে নিজের একাধিক ছবিও তিনি শেয়ার করেছিলেন। বরের নাম রীতেশ জানালেও কাউকে কোনও ছবি দেখাননি। আর পরে জানিয়েছিলেন তাঁর বর লোকসম্মুখে আসতে রাজি নয়। এরপর বিগ বস ১৫-র ঘরে রাখি আসেন রীতেশের সঙ্গেই। তারপর বিগ বসের ঘর থেকে বেরিয়ে তাঁদের বিয়ে আইনের চোখে অবৈধ ঘোষণা করে আলাদা হয়ে যান। আর তারপরই আদিলের সঙ্গে প্রেম।

আপাতত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। নেট-নাগরিকদের একজন লিখেছেন, ‘আশা করি এই বিয়েটা সত্যি। মেয়েটা যেন একটু ভালোবাসা পায়। এমনিতে দেখেই মনে হয় মনটা ভালো’। আরেকজন লিখলেন, ‘রাখি তো তাই বিশ্বাস হয় না! যাই হোক শুভেচ্ছা রইল। খুশি থাকো।’ তৃতীয়জন লিখলেন, ‘এই মেয়েটা নিজের সঙ্গেই বিগ বস-বিগ বস খেলে। প্রত্যেক বছর নতুন নতুন টপিক নিয়ে শুরু হয়ে যায়। কাল বলল মা অসুস্থ। আজ দেখছি বিয়ে করছে।’

প্রসঙ্গত, রাখি কা স্বয়ম্বর নামের একটা রিয়েলিটি শো-তেও অংশ নিয়েছিলেন তিনি। যেখানে বেছেছিলেন কানাডার ব্যবসায়ী ইলেশ পারুজানওয়ালাকে। সেই সম্পর্কও মাসখানেকের বেশি টেকেনি।

চলতি সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে রাখি দিয়েছিলেন তাঁর মায়ের অসুস্থতার খবর। জানিয়েছিলেন, ‘মা ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আমরা এইমাত্র জানতে পেরেছি যে মাথায় টিউমারও আছে।’ গত সপ্তাহেই বেরিয়েছেন বিগ বস মারাঠির ঘর থেকে। ফাইনাল অবধি পৌছলেও এবারেও ট্রফি অধরাই রয়ে গেল তাঁর। সেই ভিডিয়োতেও রাখির পাশেপাশেই ছিলেন আদিল খান দুরানি এবং ভাই রাকেশকে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন