বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant: হিজাবের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ‘শরীর দেখানো পোশাক’! রাখির উপরে চটল কট্টরবাদীরা

Rakhi Sawant: হিজাবের ফাঁক থেকে উঁকি দিচ্ছে ‘শরীর দেখানো পোশাক’! রাখির উপরে চটল কট্টরবাদীরা

পোশাকের কারণে বিতর্কে রাখি সাওয়ান্ত। 

রাখি সাওয়ান্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নিন্দে হল সোশ্যাল মিডিয়ায়। আপাতত স্বামী আদিল খান দুরানিকে নিয়ে খবরে আছেন তিনি। 

রাখি সাওয়ান্তকে ড্রামা কুইন কেন বলা হয় তা মনে হয় নতুন করে বলে দেওয়ার দরকার পড়বে না! আপাতত রাখি খবরে আছেন বর আদিল দুরানি খানের সঙ্গে সমস্যার কারণে। রাখির তোলা গার্হস্থ্য হিংসের অভিযোগের ভিত্তিতে আদিল এখন জেলে। বিচার পেতে কোর্টেও দৌঁড়চ্ছেন রাখি। ফাঁকে ফাঁকে কথা বলে নিচ্ছেন মিডিয়ার সঙ্গেও।

বুধবারই রাখির একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা শেয়ার করা হয়েছে পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে। রাখিকে মিডিয়াকে উদ্দেশ্য করে বলতে শোনা যাচ্ছে, আমার টাকায় কেনা গাড়ি, কেন আমি অটোতে চড়ব। তারপর সোজা গিয়ে একটা কালো গাড়িতে ওঠেন। যেখানে জানলার কাচে লেখা ছিল আদিলের নাম। তা মুছে ফেলেন নখ দিয়ে খুঁটে। বলেন, ‘আমার টাকায় ৬-৭টা গাড়ি কিনেছে। আর আমি অটোয় ঘুরছি।’

তবে এই ভিডিয়োর বিতর্ক উঠেছে রাখির পোশাক নিয়ে। যেখানে কালো হিজাবের সামনের বোতাম খোলা। সেখান থেকে বেরিয়ে আছে হলুদ রঙের ত্রপ টপ আর টাইটস। আর তা দেখেই চটল নেট-নাগরিকদের একটা অংশ।

এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘শরীর দেখানো পোশাক যখন পরবে তাহলে হিজাবের কী দরকার।’ আরেকজন লিখেছেন, ‘বিয়েটাই আসলে এই মেয়ের কাছে মজা। ধর্ম নিয়ে নোংরামো করছে।’ তৃতীয়জন লিখলেন, ‘বলিউডের সবচেয়ে ইন্টারেস্টিং আর লম্বা ওয়েব সিরিজ। শেষটা কেমন হবে তা নিয়ে টানটান উত্তেজনা।’

দিনকয়েক আগেই রাখি মিডিয়াকে এসে জানান আদিল তাঁকে ডিভোর্স দিতে চাইছে। কিন্তু তিনি রাজি নন। এরপরই মোদীর নাম নিয়ে বলে ওঠেন, ‘আদিল যতই বলুক না কেন আমি মুসলমান। আমি চারটে বিয়ে করতে পারি। না মুসলিম আইনও সেই অনুমতি দেয় না। ধন্যবাদ মোদীজি। আপনি অনেক বছর বাঁচুন মোদীজি। দেশের সকল নারী, আমি আপনার পা ছুঁই মোদীজি। সমস্ত মুসলিম মহিলারা আপনাকে অভিনন্দন জানায়, আপনি তিন তালাকের উপর যে আইন করেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমি তিন তালাকের আইনের সময় জানতাম না একদিন আমারও তা কাজে লেগে যাবে…’

প্রসঙ্গত, গত বছরের শেষে রাখির বিয়ের খবর সামনে এসেছিল। তাঁর আর আদিলের বিয়ের সাজের ছবি ভাইরাল হয়েছিল সেই সময়। দুজনকে রেজিস্ট্রির কাগজে সই করতেও দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া নিকাহনামা অনুসারে বিয়েটা হয়েছিল ২৯ মে, ২০২২-এ মুম্বাইয়ের ওশিওয়ারাতে রাখি সাওয়ান্তের বাড়িতে।

বন্ধ করুন