বাংলা নিউজ > বায়োস্কোপ > করিনা-পুত্র তৈমুরের সঙ্গে আলিয়ার সন্তানের প্রতিযোগিতা হবে! ‘ভবিষ্যতবাণী’ রাখির

করিনা-পুত্র তৈমুরের সঙ্গে আলিয়ার সন্তানের প্রতিযোগিতা হবে! ‘ভবিষ্যতবাণী’ রাখির

সইফ আলি খান এবং করিনা কাপুর খান পুত্র তৈমুরের সঙ্গে ভবিষ্যতে ‘কম্পিটিশন’ হবে আলিয়া-রণবীরের সন্তানের, বলছেন রাখি

তৈমুর, আলিয়ার সন্তানের সঙ্গে ‘কম্পিটিশন’ দেবে আমার সন্তান, মন্তব্য রাখির! 

বিয়ের আড়াই মাসের মধ্যেই আলিয়া ভাট জানিয়েছেন অন্তঃসত্ত্বা তিনি। চলতি বছর এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মা হওয়ার কথা জানাতেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। 

রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগে, দম্পতির আগত সন্তানের ‘মাসি’ হিসেবে নিজেকে আখ্যা দিয়েছেন বলিউডের ড্রামা কুইন। এই নিয়ে ট্রোলের মুখোমুখি হয়েছেন তিনি। তবে তাতে কিছুই যায় আসে না রাখির। 

আরও পড়ুন: উত্তম-সুচিত্রা রূপে শাশ্বত-ঋতুপর্ণা! প্রকাশ্যে ‘অচেনা উত্তম’য়ের ট্রেলার

সম্প্রতি বয়ফ্রেন্ড আদিল খান ডুরানির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাখি। আলিয়ার গর্ভাবস্থার খবর সম্পর্কে পাপারাৎজ্জি রাখিকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আলিয়ার সন্তান খুব সুন্দর দেখতে হবে। তৈমুরকেও খুব সুন্দর দেখতে। এবার আলিয়ার সন্তান এবং তৈমুরের মধ্যে প্রতিযোগিতা হতে চলেছে। তবে আমি এও বলব, আমার যখন সন্তান হবে তখন তিনজনের মধ্যে প্রতিযোগিতা হবে।’

আরও পড়ুন: ‘টেবিলে ওর অভিনয় প্রাণবন্ত ছিল’, ‘তামাশা’য় দীপিকার চোখে যন্ত্রণা দেখেছিলেন রণবীর

রাখি আরও বলেন, 'আমি আর আলিয়া একই ইন্ডাস্ট্রির। আলিয়া আমার খুব ভালো বন্ধু, আপনারা সবাই হয়তো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সময় দেখেছেন। ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। যখনই দেখা হয় কথা বলি। ওর সন্তান আমাকে ‘মাসি’ বলে ডাকতে পারে। কারণ আমার যখন বাচ্চা হবে, সে আলিয়াকে ‘মাসি’ বলে ডাকবে। আজকাল সবাই 'বেবি-বেবি' করছে, কিন্তু ও আমার বাচ্চা (আদিলকে আরও কাছে টেনে নিলেন রাখি)।'

বন্ধ করুন