বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘জন্মের পরেই মরে যাওয়া উচিত ছিল’, বাবার পরলৌকিক কাজে ছিলেন না রাখি সাওয়ান্ত!

‘জন্মের পরেই মরে যাওয়া উচিত ছিল’, বাবার পরলৌকিক কাজে ছিলেন না রাখি সাওয়ান্ত!

রাখি সাওয়ান্ত।

রাখি সাওয়ান্ত একজন অভিনেত্রী হিসেবে যতটা না পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত একাধিক বিতর্কের কারণে। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক বিতর্ক তাঁকে নিয়ে দানা বেঁধেছে। প্রকাশ্যে কাদা ছোঁড়াছুড়িও হয়েছে। কিন্তু কিছুতেই থেমে থাকেননি। বলিউডে নিজের জায়গা তৈরি করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে। রাখি সাওয়ান্ত বহুবার জানিয়েছেন, তাঁকে পরিবারের থেকে বের করে দেওয়া হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার কারণে। এমনকী রাখির মৃত্যু কামনা করেছিলেন তাঁর নিজের মা!

বলিউড বাবেলকে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘আমাদের পরিবারে খুব ছোট বয়সে ধরে বিয়ে দিয়ে দেওয়া হত। তাই আমি বাড়ি থেকে পালিয়ে মুম্বই চলে এসেছিলাম। জানি, আজ বাবা থাকলে আমার ওপর গর্ববোধ করত। কিন্তু আমার বাবার শ্রাদ্ধে আমাকে উপস্থিত থাকতে দেননি আমার কাকারা। তবে নিজের সিদ্ধান্তে আমি খুশি, আজ নিজের চেষ্টায় এই জায়গায় পৌঁছেছি। আমার পরিবার এখনও আমায় মেনে নেয়নি। তাঁরা আমার মায়ের সাথেও কথা বলে না। ওরা ভাবে আমি যেহেতু পালিয়ে গিয়েছি ওদের পরিবারের মেয়েরাও পালিয়ে যাবে।’ 

রাখি জানিয়েছেন মা এখন তাঁর সবথেকে কাছের হলেও, একসময় মা, তাঁর একের পর এক কনট্রোভার্সির খবর শুনে বিরক্ত হতেন। মিকা তাঁকে জোর করে চুমু খাওয়ার পর তাঁর মা জানিয়েছিলেন, ‘তোর জন্মানোর পরেই মরে যাওয়া উচিত ছিল’। রাখির কথায়, ‘আমি শুধু বোঝাতাম আমাকে আরও একটু সময় দাও। আমি তো অমিতাভ বচ্চন বা অনিল কাপুরের মেয়ে নই। আমার ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করতে সময় লাগবে। আমার জন্য মা আমার বাবার কাছে মারও খেয়েছে।’

বলিউডের বেশ কিছু ডান্স নম্বরে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। জনপ্রিয়তা পেয়েছেন ‘বিগ বস’, ‘নাচ বলিয়ে’, ‘রাখি কা সয়াম্বার’-এর মতো রিয়েলিটি শো দিয়ে। গত বছর ‘বিগ বস’-এ বহুল জনপ্রিয়তা পেয়েছিলেন রাখি। পৌঁছেছিলেন ফাইনালে। যদিও ১৪ লাখ টাকা নিয়ে শেষ মুহূর্তে শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

বায়োস্কোপ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.