বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant: 'রোজ নামাজ পড়ি', স্বামীকে জেলে পাঠিয়ে রমজানে উমরাহ করতে ভিসার আবেদন রাখির

Rakhi Sawant: 'রোজ নামাজ পড়ি', স্বামীকে জেলে পাঠিয়ে রমজানে উমরাহ করতে ভিসার আবেদন রাখির

ইসলামের রীতি-নীতি পালনে আগ্রহী রাখি

Rakhi Sawant: উমরাহ করতে চাওয়ার অনুমতি চেয়ে জামা মসজিদে আবেদন জানিয়েছেন রাখি, জানালেন অভিেত্রী। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে দাবি করলেন আদিল ঘরণী। 

কতই রঙ্গ দেখি দুনিয়ায়! রাখির কাণ্ড-কারখানা বারবার এই কথাই মনে করায়। চলতি বছরের শুরুতেই আমচকা বিয়ের কথা প্রকাশ্যে আনেন রাখি। মাস যেতে না যেতেই স্বামী আদিলের নামে গার্হ্যস্থ হিংসা-সহ একাধিক অভিযোগ আনেন। আপতত জেলবন্দি রাখির স্বামী। এদিকে রমজান মাসে মক্কায় উমরাহ করতে যেতে চান রাখি ওরফে ফাতিমা।

আদিল খান দুরানিকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেছিলেন রাখি। এদিন পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাখি মনের ইচ্ছার কথা জানান। রাখি জানান ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি, তবে নিশ্চিত নন মক্কা যাওয়ার আইনি ছাড়পত্র পাবেন কিনা। রাখি বলেন,অতীত ভুলে জীবনে এগিয়ে যেতে চান তিনি। নিজেকে পাঁচ ওয়াক্ত নামাজি বলে দাবি করেন রাখি। তিনি বলেন, ‘আমি তো ইসলাম কবুল করেছি, দিন পাঁচ বার নামাজ পড়ি। উপরওয়ালাই এখন আমার সব। খুদার উপর বিশ্বাস রয়েছে। উনি চাইলে আমি নিশ্চয় রমজানে উমরাহ করতে যাব’।

রাখি আরও বলেন, ‘আমি আগের মতোই হাসিখুশি থাকতে চাই। যে চলে গেছে তার পিছনে কেঁদে লাভ নেই। আমি নতুন করে শুরু করতে চাই’। রমজান নিয়ে কথা বলতে গিয়ে রাখি জানান, ‘এক মাস ধরে রমজান পালন করব। ওই সময় আমি জিমে আসব না। সারাদিন না খেয়ে সম্ভব নয়। রোজা রাখব, আর নামাজ পড়ব। অভিনেত্রীর সংযোজন, ইতিমধ্যেই উমরাহ-র ছাড়পত্র পেতে জামা মসজিদে আবেদন জমা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘রমজানে উমরাহ যেতে পারলে আমার তো ভাগ্য খুলে যাবে, তবে জানি না যে অনুমতি মিলবে কিনা’।

জানুয়ারি মাসেই রাখি ফাঁস করেন তিনি আদিলের বিবাহিতা স্ত্রী। দুজনের প্রেম সম্পর্কের কথা সকলেই জানত, তবে গত বছরেই গোপনে বিয়ে করেছিলেন আদিল ও রাখি তা গোপন রেখেছিলেন তাঁরা। ফেব্রুয়ারির গোড়াতেই আদিলের বিরুদ্ধে পুলিশে নালিশ করেন রাখি। আপ্রকৃত সেক্স, শারীরিক নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো অভিযোগ আনেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৭ই ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল। আপতত জেল হেফাজতে রাখির বর।

বন্ধ করুন