রাখি সাওয়ান্তের নতুন গান, ঝুঠা মুক্তি পেল শুক্রবার, ১০ মার্চ। এই গানটি তাঁর জীবনের উপর বানানো হয়েছে। তাঁর জীবনে যে সত্য ঘটনাগুলো ঘটেছে সেটার উপর ভিত্তি করেই এই গান তৈরি করা হয়েছে। এই গানে দেখা গিয়েছে কীভাবে তাঁর এক ভক্ত তাঁকে একটি গাড়ি উপহার দেন এবং বিয়ের জন্য প্রস্তাব দেন। এরপর কীভাবে সেই ভক্ত তাঁকে বিয়ে করেন এবং ঠকান সেটাই এই গানে উঠে এসেছে। তাঁকে তাঁর অসুস্থ মায়ের সঙ্গে একা ছেড়ে দেন। এই গানের প্রচার অনুষ্ঠানে এসে ভেঙে পড়লেন রাখি। বললেন কীভাবে তাঁর এই কঠিন সময়ে অনেকেই মজা করেছেন তাঁকে নিয়ে।
পাপারাৎজিদের সাক্ষাৎকার দেওয়ার সময় ধরা ধরা গলায় অভিনেত্রী বললেন, 'সবাই ভাবে, রাখি সাওয়ান্তকে ধোঁকা দেবে। রাখি সাওয়ান্তের সঙ্গে খারাপ কী হতে পারে? আমিও মানুষ নয় কি? আমি কি মহিলা নই? আমার হৃদয় নেই কি? আমি কি সংসার করার স্বপ্ন দেখতে পারি না?' কথা বলতে বলতেই চিৎকার করে কেঁদে ওঠেন রাখি। বসে পড়েন মাটিতে।
একজন পাপারাৎজি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও অনেকেই এই ভিডিয়ো দেখে সবটাই তাঁর ভড়ং বলে মনে করেছেন। নতুন করে নাটক করছেন বলেই অভিমত অনেকের। তবে তাঁর এক ভক্ত বলেন, 'এটা সত্যিও হতে পারে। কিন্তু পাবলিকলি কথা বলাটা ঠিক নয় রাখি। সবার তোমার মতো ভালো মন নাও হতে পারে। সবাইকে সুযোগ দিও না তোমায় নিয়ে মজা মশকরা করার।'
ইনস্টাগ্রামে এই গানের পোস্টার শেয়ার করে রাখি বলেন, 'একটা জিনিস আপনি লুকাতে পারবেন না যখন ভিতর ভিতর আপনি শেষ হয়ে যান।' এই মিউজিক ভিডিয়োতে রাখির জীবনে সম্প্রতি ঘটা একাধিক ক্লিপ তুলে ধরা হয়েছে। রাখিকে গান শুরুর আগে ভারাক্রান্ত মন নিয়ে একটি বাথটবে ডুবে যেতে দেখা যায়। এরপর দেখা যায় এক ভক্ত কীভাবে তাঁকে স্টুডিওতে পারফর্ম করতে দেখে, তাঁকে একটি গাড়ি উপহার দেন। অবশেষে তাঁদের নিকট আত্মীয়দের উপস্থিতিতে তাঁরা বিয়ে করেন। কিন্তু এরপরই তিনি তাঁর স্বামীকে হাতে নাতে ধরে ফেলেন। সে তাঁকে ঠকাচ্ছিল। যখন তিনি তার মুখোমুখি হন, তাকে প্রশ্ন করেন তখন সেই মানুষটি তাকে ধরে পেটায়। সব শেষে দেখা যায় রাখি একটি লোহার সিংহাসনে বসে আছেন। তাঁর মাথায় মুকুট, চোখে জল মুছছেন রক্ত রাঙা হাতে।
এই গানটি গেয়েছেন আলতামাস ফরিদি। এবং গানটি কম্পোজ করেছেন আসিফ ফরিদি। শাবাব আলি গানটির লিখেছেন।