রাখি সাওয়ান্ত খবরে থাকতে ভালোবাসেন। বলিউডে খুব বেশি কাজ না করলেও রাখির পরিচয় ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেই। তবে এবার ক্যামেরার সামনে রাখি এমন কাজ করলেন যা দেখে চটে লাল নেট-নাগরিকদের বড় একটা অংশ। ভালোই গালমন্দ করল সকলে।
সোমবার কালো টি-শার্ট আর নীল ট্র্যাক প্যান্টে রাখির দেখা মিলল মুম্বইয়ের রাস্তায়। খোলা চুল নিয়ে কিছুক্ষণ ‘রঙ্গ-তামাশা’ করেন মিডিয়ার সামনে। এরপর হঠাৎই প্যান্ট নামিয়ে টি শার্ট তুলে দেখান কোমরের খাঁজের নীচের অংশে থাকা পিস্তলের ট্যাটু। বললেন, ‘উরফির ওখানে বন্দুক, আমার এখানে’।
এরপর পাপারাজ্জিদের অনুরোধে ফায়ার করার ঢঙে কোমর নাচিয়ে মুখ থেকে আওয়াজও বার করেন রাখি। প্রসঙ্গত, এর আগে উরফিকে স্তনের উপর পিস্তলের স্টিকার লাগিয়ে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছিল। রইল সেই ছব-
তবে রাখির এই ভিডিয়ো নিয়ে হল খুব নিন্দে। একদন কমেন্ট সেকশনে লিখলেন, ‘জেল থেকে বেরিয়ে আদিল তোকে এই বন্দুক দিয়েই গুলি করবে। আর কদিন দাঁড়িয়ে যা’। অপরজন লিখলেন, ‘এই যে ফতিমা হয়ে ঘুরছিলে, বোরখা পরছিলে, নামাজ পরছিলে, সেসব নাটক শেষ, এবার কোন নাটক শুরু হবে তাহলে?’ তৃতীয়জনের মত, ‘মিডিয়া কিছু ভিউয়ের আশায় এদের মতো মানুষগুলোকে প্রচার দেয়। আর এরাও যা ইচ্ছে তাই করে। জঘন্য একেবারে।’
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সামনে আসে রাখি আর আদিলের বিয়ের কথা। রাখি সাওয়ান্ত এবং আদিল খানের বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়। যাতে তাতে দেখা যায়, ছবির সঙ্গে রাখির নাম লেখা ‘রাখি সাওয়ান্ত ফতিমা’ হিসাবে। জানা যায় বিয়েটি হয়েছিল ২৯ মে, ২০২২-এ মুম্বাইয়ের ওশিওয়ারাতে রাখি সাওয়ান্তের বাড়িতে।
তবে বছরের শেষে ও মায়ের মৃত্যুর সপ্তাহখানেকের মধ্যেই রাখি আদিলের নামে আনে গার্হস্থ্য হিংসের অভিযোগ। বর্তমানে কারাগারেই আছেন আদিল। ডিভোর্সটা এখনও হয়নি বলেই জানা গিয়েছে। যদিও রাখি জানিয়ে দিয়েছেন তিনি আর আদিলের সঙ্গে সংসার করবেন না। সম্প্রতি দুবাইতে ডান্স ও ড্রামা ইনস্টিটিউটও খুলেছেন।
এর আগে রাখি বিয়ে করেছিলেন রীতেশ রাজকে। এই বিয়েও হয়েছিল লুকিয়ে। বরের নাম সকলকে বললেও ছবি দেখাননি। এরপর বিগ বস ১৫-র ঘরে রীতেশকে নিয়ে এন্ট্রি নেন রাখি। তবে রিয়েলিটি শো থেকে বের হওয়ার মাস খানেকের মধ্যেই দাবি তুলেছিলেন, এই বিয়ে বৈধ নয়। কারণ রীতেশ আগে থেকেই বিবাহিত। সেই বিয়েতে ডিভোর্স না নিয়েই ফের বিয়ে করছেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)