অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী রাখি সাওয়ান্ত, বিনোদন জগৎ থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই সব সময় অকপট। ড্রামা কুইন’ রাখি, তাঁর বক্তব্যের জন্য মাঝে মাঝেই জড়িয়ে পড়েন বিতর্কে। আর এবার তিনি 'বিগ বস OTT ৩'-এর প্রতিযোগী আরমান মালিক ও তাঁর দুই স্ত্রীর সম্পর্কে উরফি জাভেদ যে বক্তব্য রেখেছিলেন তা নিয়ে মুখ খুললেন।
উরফি আরমান মালিককে সমর্থন করেছিলেন, আর রাখি এবার তা নিয়েই উরফির তীব্র সমালোচনা করলেন। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে রাখি বহুবিবাহের প্রতি তাঁর অসম্মতি প্রকাশ করেছেন। উরফির বহুবিবাহ নিয়ে মতামতকে কটাক্ষ করে রাখি বলেন, 'উরফি আপনি আমার বোনের মতো। এসব কী আজেবাজে কথা বলছেন? যে ওঁরা তিনজন খুশি। তাহলে এর সঙ্গে দুনিয়ার কী সম্পর্ক! একবার ভেবে দেখুন তো যদি আপনার সঙ্গে এই ধরনের একই ঘটনা ঘটত, মেনে নিতে পারতেন আপনি? যদি আপনার স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে নিজের স্ত্রী বলে পরিচয় দিতেন, তখন কেমন হত আপনার মনের অবস্থা? উরফি, আমি আপনাকে কতটা চিনি, তা নিশ্চয়ই আপনিও জানেন। এ ঘটনা ঘটলে আপনি স্বামী এবং তাঁর অন্য স্ত্রীকে মারধর করে জেলে যেতেন। যখন এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতাই নেই, তখন বিয়ের কথা বলবেন না।'
আরও পড়ুন: এবার বিধবা মায়ের চরিত্রে ঋ! কোন মেগায় থাকছেন তিনি?
বহুবিবাহ নিয়ে উরফি জাভেদের বক্তব্য
উরফি এর আগে আরমান মালিকের ও তাঁর দুই স্ত্রী, পায়েল মালিক এবং কৃতিকা মালিকের বিষয়ে নানা কথা বলেন। তিনি জানান দম্পতিকে তিনি চেনেন এবং তাঁদের খুব মানুষ বলে ডাকেন। তাঁদের বিয়ে নিয়ে উরফি মত, এটা হতেই পারে। কারণ বহুবিবাহ সর্বদাই সমাজে বিদ্যমান ছিল এবং আজও কিছু ধর্মে প্রচলিত রয়েছে।
আরও পড়ুন: ‘দ্রৌপদী’ দীপিকার প্রত্যাবর্তন! 'কল্কি'-তে নায়িকাকে দেখেই অনুরাগীদের উচ্ছ্বাস
প্রসঙ্গত, আরমান এবং তার স্ত্রীদের ছাড়াও, 'বিগ বস ওটিটি ৩'-এবার রয়েছেন শিবানী কুমারী, চন্দ্রিকা দীক্ষিত ওরফে 'বড়া পাও গার্ল', সাই কেতন রাও, সানা মকবুল, রণবীর শোরে, দীপক চৌরাসিয়া এবং শোভা দে। প্রথমবার বিগ বসে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর।
'বিগ বস ওটিটি'-এর প্রথম সিজনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন করেছিলেন করণ জোহর। দ্বিতীয় সিজনে এই দায়িত্ব ছিলেন বিগ বসের পুরনো হোস্ট সলমন খান। তবে এবার আর ওটিটি ভার্সন সঞ্চালনা করতে আগ্রহ দেখাননি ভাইজানকে।