বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant-Modi: ‘তিন তালাকের বিলুপ্তি এভাবে কাজে আসবে বুঝিনি’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ রাখি

Rakhi Sawant-Modi: ‘তিন তালাকের বিলুপ্তি এভাবে কাজে আসবে বুঝিনি’, মোদীর প্রশংসায় পঞ্চমুখ রাখি

তিন তালাক প্রসঙ্গে মোদীকে ধন্যবাদ জানালেন রাখি।

রাখি সাওয়ান্ত স্বামী আদিল খানের উপর গার্হস্থ্য হিংসের অভিযোগ তুলেছেন। এবার তিন তালাক তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মোদীকে। 

সপ্তাহখানেক ধরেই বর আদিল খানের সঙ্গে বিয়ে নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। রাখির গায়ে হাত তোলা ও টাকা-গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আদিলকে। আদালতের পথে একেধিকবার নিজের আইনজীবীকে পাশে নিয়ে কেস নিয়ে মুখ খুলেছেন।

সেইসময়ই রাখি ফাঁস করেন যে আদিল তনু নামের এক অভিনেত্রীর প্রেমে পড়েছে। জেল থেকে বেরিয়েই সেই বান্ধবীকে বিয়ে করতে চলেছেন। যদিও আদিলকে ডিভোর্স দিতে চান না রাখি।

সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথা প্রসঙ্গে রাখি জানান, আদিল তার সঙ্গে ইসলামিক মতে যেমন বিয়ে করেছেন তেমনি হয়েছে আইনি বিয়েও। রাখি জানিয়ে দেন যাই হয়ে যাক না কেন তালাক তিনি দেবেন না। সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান, তিন তালাকের প্রথা আইন করে তুলে দেওয়ার জন্য। এবং শাস্তিযোগ্য ঘোষণা করার জন্য।

রাখি নিজের কথায় বলেন, ‘আদিল যতই বলুক না কেন আমি মুসলমান। আমি চারটে বিয়ে করতে পারি। না মুসলিম আইনও সেই অনুমতি দেয় না। ধন্যবাদ মোদীজি। আপনি অনেক বছর বাঁচুন মোদীজি। দেশের সকল নারী, আমি আপনার পা ছুঁই মোদীজি। সমস্ত মুসলিম মহিলারা আপনাকে অভিনন্দন জানায়, আপনি তিন তালাকের উপর যে আইন করেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমি তিন তালাকের আইনের সময় জানতাম না একদিন আমারও তা কাজে লেগে যাবে…’

কয়েকদিন ধরেই জেলে আছেন রাখির স্বামী আদিল খান। অভিনেত্রী চান না এখনই জামিন পান। রাখির দাবি, তার স্বামীর বান্ধবী তনু গর্ভবতী। আদিল রাখির টাকা তনুর জন্য খরচ করেছে।

এদিকে এ বিষয়ে তনুকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। সাফ জানিয়েছেন, রাখি যত অভিযোগ করতে চান তা করুতে পারেন। যখন তিনি অনুভব করবেন যে এই বিষয়ে মন্তব্য করার প্রয়োজন রয়েছে, তখনই তিনি মুখ খুলবেন। ডাকবেন প্রেস কনফারেন্স।

প্রসঙ্গত, গত বছরের শেষে রাখির বিয়ের খবর সামনে এসেছিল। তাঁর আর আদিলের বিয়ের সাজের ছবি ভাইরাল হয়েছিল সেই সময়। দুজনকে রেজিস্ট্রির কাগজে সই করতেও দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া নিকাহনামা অনুসারে বিয়েটা হয়েছিল ২৯ মে, ২০২২-এ মুম্বাইয়ের ওশিওয়ারাতে রাখি সাওয়ান্তের বাড়িতে। 

 

বন্ধ করুন