রাখি সাওয়ান্ত কোনও ‘নাটক’ করছেন না, তিনি সত্যিই অসুস্থ। একথা শনিবারই হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে স্পষ্ট হয়েছিল। টাইমস নাউ-কে শনিবার নক্ষত্র মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফে জানানো হয়, ওইদিন দুপুরে রাখির অস্ত্রোপচার হবে। অভিনেত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন।
এবিষয়ে রাখির প্রথম প্রাক্তন স্বামী রীতেশ সিং-ও জানিয়েছিলেন, রাখির জরায়ুতে ১০ সেন্টিমিটারেরও বেশি বড় টিউমার রয়েছে। এবার হাসপাতাল থেকে OT-তে যাওয়ার সময় রাখির ভিডিয়ো পোস্ট করেছেন রীতেশ। রীতেশ যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে রাখিকে হাসপাতালের পোশাকে, OT ক্যাপ পরে হুইলচেয়ারে বসে অপারেশন থিয়েটারের যেতে দেখা যায়। তবে সেই ভিডিয়োটি ওটি রুমের সামনে গিয়ে শেষ হয়ে যায়।
এই ভিডিয়োর ক্যাপশানে রীতেশ লিখেছিলেন, ‘কান্না পাচ্ছে সঙ্গে ভয়ও লাগছে। তবে উপরওয়ালার প্রতি আমার বিশ্বাস আছে, উনি খারাপ কিছু করবেন না। রাখি এখন অপারেশন থিয়েটারে যাচ্ছেন। ওর এই সময়টা নিজের মায়ের কথা ভীষণ মনে পড়ছে। উনি সকলকে প্রার্থনা করার অনুরোধ করেছেন।’
রাখি নিজেও OT-তে যাওয়ার আগে একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'ফাইনালি ওই সময় এসে গিয়েছে। আমি হাসতে হাসতে যাব, হাসতে হাসতে ফিরব। আমি অনেক লড়াই করেছি। এই লড়াইটাও জিতব। বন্ধুরা আমার জন্য প্রার্থনা করুন। আমি দ্রুত সুস্থ হয়ে ফিরব।'
এরপর অপারেশনের পরও রাখির আরও একটা ভিডিয়ো পোস্ট করেন রীতেশ। সেই ভিডিয়োর ক্যাপশানে তিনি জানান, ‘ঈশ্বরের আশীর্বাদে রাখি ঠিক আছেন,সুস্থ আছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। বড় অপারেশনটি বড় ছিল তাই এতে ৩ ঘন্টা সময় লেগেছে। এই কয়েক ঘণ্টা যে আমি কীভাবে কাটিয়েছি, তা ব্যাখ্যা করতে পারব না। আমি এবং আমার টিমের সদস্যরা রাখির জন্য উপবাস রেখেছিলেন, প্রার্থনা করেছেন। যাঁরা রাখির জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ১৪ মে, বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি সাওয়ান্ত। সেদিন জানা গিয়েছিল, রাখির হার্টের সমস্যার পাশাপাশি, জরায়ুতে টিউমারও রয়েছে। যদিও রাখির অসুস্থতাকে 'নাটক' বলে কটাক্ষ করেছিলেন তাঁর দ্বিতীয়, প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। তাঁর দাবি ছিল, জেলে যাওয়া থেকে বাঁচতেই রাখি নাটক করছেন।তবে আদিলের দাবিকে উড়িয়ে দেন রাখির প্রথম প্রাক্তন স্বামী রীতেশ। তিনি প্রথম থেকেই রাখির পাশেই রয়েছে।
রীতেশ সেসময় জানিয়ছিলেন, ‘রাখি আসলে নিজের এমন একটা ইমেজ তৈরি করেছে, যে কারণে লোকজন সবসময় ভাবেন যে ও হয়ত ওটাও ঠাট্টা করছে। তবে এটা কোনও রসিকতা নয়। লোকজন যতই ওকে ড্রামা কুইন বলুন না কেন, এবার বিষয়টি গুরুতর। আসলে রাখির পালে বাঘ পড়ার মতো অবস্থা হয়েছে। তাই এবারও লোকজন ভাবছেন রাখি নাটক করছে। তবে আমি ওকে জানি এবং জানি ওর ঠিক কী হয়েছে।’