বলিউডের এখন অলিখিত নিয়ম বলা যেতে পারে হয় প্রেমের কথা লুকিয়ে রাখো একেবারে বিয়ে অবধি (ভিকি-ক্যাটরিনার মতো), অথবা করণ জোহর তাঁর শো-তে বলে দেবে (সারা-কার্তিকের যেমন হয়েছিল)! খুল্লামখুল্লা প্রেমের সাহস আজকাল খুব কম তারকাই দেখান! ‘আমরা শুধু বন্ধু’ বলার চল তো অবশ্য অনেকদিনের। কিন্তু কেন প্রেম লুকিয়ে রাখার এত চেষ্টা। সম্প্রতি সেই নিয়েই কথা বললেন রকুলপ্রীত সিং।
রকুলের কথায়, ‘হ্যাঁ এরকম হয় কারণ অনেকেই ভয় পান যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তাঁর কর্মজীবন নিয়ে প্রকাশিত খবরে প্রভাব ফেলবে। কিন্তু বস এটা ২০২২, এরকম হওয়ার সম্ভাবনাই নেই! আর যদি হয় তাহলে বুঝতে হবে কোথাও বড় একটা ভুল হচ্ছে।’
‘তোমাকে তো সেই ক্যামেরার সামনে অভিনয়ই করতে হয়। দিনে যে ২-৩ ঘণ্টা নিজের জন্য পাই তাতে আমি নিজের আমিটাকে বজায় রাখব, নাকি ফের অভিনয়। আর এটা তো খুব স্বভাবিক জীবনের একটা পর্যায়ে এসে তোমার একজন সঙ্গী থাকবে। আমি তো কিছু আলাদা করছি না। এটা গোটা পৃথিবীরই সবচেয়ে সম্ভাব্য জিনিস একটা। মানুষের কেরিয়ার থাকবে, সঙ্গে পার্টনারও তো থাকবে। তুমি এটাকে যত বড় বানাবে, মানুষ তত বেশি চর্চা করবে তা নিয়ে।’, যোগ করেন অভিনেত্রী।
রাকুলপ্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে প্রেমের কথা সবার সামনে জাহির করেছিলেন জ্যাকি। সেই পোস্ট শেয়ার করে তাতে ভালোবাসা ভরা শিলমোহরও দিয়েছিলেন রকুল। অভিনেত্রীর কথায়, ‘ওই যে সবাই এসে বারবার প্রশ্ন করবে, তোমাদের মধ্যে কি কিছু চলছে, কী খবর তোমাদের, এগুলোতে আমি যেন বেশি অপ্রস্তুত বোধ করি। তারচেয়ে আমি বাবা বলব এই যে এসব হচ্ছে, এবার আমাকে তাড়া করা বন্ধ করুন। আমার এসব গেসিং গেম পছন্দ না। জীবন খুব সরল একটা জিনিস। আমরাই এটাকে জটিল করে তুলি নিছক ভয় পেয়ে। আরপ আমি ভয়ের সঙ্গে বাঁচতে চাই না।’
এটা রকুলের সবচেয়ে ব্যস্ত বছর নিসন্দেহে। রানওয়ে ৩৪, অ্যাটাক আর কাঠপুতলি মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ‘ডক্টর জি’ ছবিতে তিনি রয়েছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে ‘থ্যাঙ্ক গড’ সিনেমায়। চারটে আরও ছবি রয়েছে তাঁর হাতে, কামাল হাসানের ‘ইন্ডিয়ান ২’ নিয়ে।