বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakul Preet Singh: দক্ষিণের ছবির জন্য বলিউডের দৈন্য দশা? রকুলপ্রীত সিং কী বলছেন

Rakul Preet Singh: দক্ষিণের ছবির জন্য বলিউডের দৈন্য দশা? রকুলপ্রীত সিং কী বলছেন

দক্ষিণী ছবি বনাম বলিউড নিয়ে রকুলপ্রীত সিংয়ের মত

Rakul Preet Singh: দক্ষিণী ছবি বনাম বলিউড, এই তরজা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। তিনি দুটি জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।

বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দক্ষিণের ছবিগুলো বলিউডের সিনেমার তুলনায় বেশ ভালো ব্যবসা করছে, শুধু দক্ষিণে নয়, হিন্দি বলয়েও ছবিটা এক। অন্যদিকে একাধিক বিগ বাজেট থেকে শুরু করে তাবড় তাবড় অভিনেতা থাকা হিন্দি ছবিও বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছে না। কিছু ছবি তো কবে হলে আসছে আর কবে চলে যাচ্ছে কেউ টের পাচ্ছে না। এই বিষয়ে বলে রাখা ভালো ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একাধিক বলিউডের ছবি ফ্লপ করেছে বক্স অফিসে। আর এখান থেকেই একটি বক্তব্য শোনা যাচ্ছে, বলিউড নাকি শেষ! আর সেখান থেকেই দক্ষিণের ছবির উত্থান শুরু হয়েছে। সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। রকুলপ্রীত দক্ষিণ এবং বলিউড দুই জায়গাতেই সমান দক্ষতার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।

২০২২ সালের সব থেকে বেশি ব্যবসা করেছে এমন ১০টা ছবির দিকে যদি নজর রাখা যায়, তাহলে দেখা যাবে তার মধ্যে খালি ৪ছবি বলিউডের। আর সেরা তিন ছবিই দক্ষিণের। এর মধ্যে রয়েছে কন্নড় ছবি কেজিএফ চ্যাপ্টার ২, তেলেগু ছবি আরআরআর এবং তামিল ছবি পন্নিয়ন সেলভান ১। এর মধ্যে কেজিএফ ২ এবং আরআরআর ছবি দুটোর হিন্দি ভার্সন যে পরিমাণ ব্যবসা করেছে সেই পরিমাণ ব্যবসা একাধিক বলিউডের ছবিও করতে পারেনি।

এই বিষয়ে ইন্ডিয়া টুডে কনকলেভে রকুলপ্রীত সিং জানান যে সিনেমা হচ্ছে অনুভূতির ভাষা এখানে কোনও গণ্ডি নেই। একই সঙ্গে তিনি বলেন শ্রীদেবী থেকে টাবু এঁরা দক্ষিণের ছবিতে অভিনয় করেছেন। দক্ষিণের একাধিক ছবি নানান সময় রিমেক করা হয়েছে। 'আজ দক্ষিণের ছবি উন্নতি করছে বলে আমরা এই আলোচনা করছি' জানান রকুলপ্রীত সিং।

তাঁকে যখন জিজ্ঞেস করা হয় তাহলে কি বলিউড শেষ হয়ে গিয়েছে? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'এটা একটা সাময়িক ব্যাপার। মানুষ সেই সব বিষয় নিয়েই কথা বলেন যেগুলো কাজ করছে না। দক্ষিণে তো কত ছবি রিলিজ করছে, কিন্তু আমরা সেই ছবি নিয়েই কথা বলছি না এখানে মুক্তি পেয়েছে।' এছাড়া তিনি আরও একটি বিষয় যোগ করেন। রকুলপ্রীত সিংয়ের মতে মহামারীর পর মানুষের পছন্দ পাল্টে গিয়েছে। 'এখানে দক্ষিণ বা বলিউড নেই, এখানে হচ্ছে একটাই জিনিস রয়েছে যে মানুষ কোন ধরনের সিনেমা পছন্দ করছেন' মত অভিনেত্রীর।

২০০৯ সালে রকুলপ্রীত সিং অভিনয় জগতে পা রাখেন কন্নড় ছবি গিল্লির মাধ্যমে। এছাড়া তিনি একাধিক তামিল, তেলেগু ভাষার ছবিতে কাজ করেছে। এরপর তিনি ২০১৪ সালে বলিউডে পা রাখেন। তাঁর বলিউডের প্রথম ছবি হল ইয়ারিয়া। তাঁকে শেষবার দেখা গিয়েছে থ্যাংক গড নামক ছবিটিতে। এছাড়া আগামীতে তাঁর দুটি বিগ বাজেট তামিল ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবি দুটি হল আয়ালা এবং ইন্ডিয়ান ২।

বায়োস্কোপ খবর

Latest News

'মুখ-ঠোঁটে কী ক্রিম মাখিস?' ছাত্রীকে 'প্রশ্ন' বাংলার মেডিক্যাল কলেজের 'পরীক্ষায়' '১৪ তারিখের প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত...', আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দেবাংশু ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.