এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রাকুলপ্রীত সিং। ডক্টর জি-র পর দিওয়ালিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘থ্যাঙ্ক গড’। সম্প্রতি মেয়েবেলার দিওয়ালি সেলিব্রেশনের উদ্ভট স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী। দীপাবলিতে বাজি পোড়ানো উচিত নয়, রাকুলকে এই শিক্ষা দিতে অভিনব পন্থ বেছেছিলেন তাঁর বাবা।
দিওয়ালি স্পেশ্যাল এক সাক্ষাৎকারে, রাকুল ফাঁস করেছেন ক্লাস ফাইভের পর আর বাজি ফাটাননি তিনি। শেষবার যখন বাজিতে হাত দিয়েছিলেন এই সুন্দরী, তখন তাঁর বয়স কমবেশি ৯ বছর।
তিনি জানান, ‘ওটা একটা না-ভোলা দিন। আমার বাবা আমার হাতে একটা ৫০০ টাকার নোট দিয়ে সেটা পোড়াতে বলল। আমি তো চমকে উঠেছিলাম, পালটা প্রশ্ন করি, এমন কেন বলছো? জবাবে তিনি বলেন, তুমি তো এই কাজটাই করছো। টাকা দিয়ে বাজি কিনছো আর পোড়াচ্ছো। তার পরিবর্তে এই টাকাটা দিয়ে তুমি চকোলেট কিনতে পারো, আর সেই চকোলেট দুঃস্থ বাচ্চাদের হাতে তুলে দিতে পারো’।
আরও পড়ুন-ছেলে সমকামী হলে থাপ্পড় মারতেন! রাকুলের পুরনো মন্তব্য ঘিরে শোরগোল নেটদুনিয়ায়
রকুল বলে চলেন, ‘তখন হয়ত আমার বয়স ৯ বা ১০। আমার মনে আছে আমি মিষ্টির দোকানে গিয়ে ওই টাকায় মিষ্টি কিনে পথশিশুদের মধ্যে বিলিয়ে ছিলাম। খুব আনন্দ হয়েছিল, তারপর থেকে আমি আর বাজিতে হাত দিই না’।
মঙ্গলবার মুক্তি পাওয়া ‘থাঙ্ক গড’-এ সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাকুল। আইয়ারি-র পর ফের একবার জুটিতে সিদ্ধার্থ-রাকুল। বক্স অফিসে প্রথম দিন ৮ কোটি টাকার ব্যবসা করেছেন এই ছবি।