কাশ্মীরের শ্রীনগরে যে G20 সামিট হচ্ছে সেখানে অংশ নেন RRR খ্যাত অভিনেতা রাম চরণ। এই দক্ষিণী অভিনেতা ফিল্ম ট্যুরিজম ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড কালচারাল প্রিসার্ভেশনের অংশ হিসেবে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে হয়ে তাঁর সঙ্গে দেখা গেল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চাং জায়েবককে। এরপরই অভিনেতাকে চাং জায়েবকের সঙ্গে RRR ছবির অস্কার জয়ী নাটু নাটু গানে জমিয়ে নাচতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রাম চরণ এই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে গানটির যে হুকআপ স্টেপ রয়েছে সেটা শেখানোর চেষ্টা করছেন। যদিও এই রাষ্ট্রদূত খুব একটা চটপট সেই স্টেপ কপি করতে পারেন না। ভুল হয়ে যায় তাঁর। তবুও ধৈর্য না হারিয়েই অভিনেতা তাঁকে এই গানের স্টেপগুলো দেখাতে থাকেন। তাঁদের এই যুগলবন্দি দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যান। এবং হাততালি দিয়ে তাঁদের অভিবাদন জানান।
চলতি বছরের মার্চ মাসে যে ৯৫ তম অস্কার অনুষ্ঠিত হল সেখানে এই RRR ছবির এই নাটু নাটু গানটি প্রথম ভারতীয় গান হিসেবে সেরা অরিজিন্যাল গান বিভাগে অস্কার জেতে। এই গানটি লিখেছিলেন চন্দ্রবোস। গানটির সুর দিয়েছিলেন এমএম কিরাবাণী। এসএস রাজামৌলির এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। ছিলেন আলিয়া ভাটও। প্রাক স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল এই ছবি।
শ্রীনগরে এখন ৩ দিনের জন্য এই G20 সামিট চলবে। রাম চরণ এই সামিটের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, 'আমার বাবাও অভিনেতা ছিলেন। তিনি কাশ্মীরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় শ্যুটিং করতে আসতেন। আমিও এসেছি ওঁর সঙ্গে একাধিকবার। এবারের এই আসাটা যেন আমার কাছে একটা অ্যাচিভমেন্টের মতো।'