গত ১০ জানুয়ারি সারা ভারতবর্ষে জুড়ে মুক্তি পেয়েছে গেম চেঞ্জার। এই সিনেমায় প্রথমবার রামচরণ-এর সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা। সিনেমাটি মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই একটি স্থানীয় চ্যানেলে সিনেমাটি সম্প্রচারিত করা হয়েছে, যার ফলে ক্ষুব্ধ হয়েছেন প্রযোজক শ্রীনিবাস কুমার।
এটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে, গেম চেঞ্জার সিনেমাটি স্থানীয় চ্যানেলে সম্প্রচার করার পরেই ঘটনাটি জানাজানি হয়ে যায়। সিনেমার বেশ কিছু স্ক্রিনশট অনলাইনে ভাইরালও হয়। ঘটনাটি নজরে আসে সিনেমার প্রযোজক শ্রীনিবাস কুমারেরও। সিনেমাটি এইভাবে স্থানীয় চ্যানেলে দেখানোয় ক্ষুব্ধ প্রযোজক কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় FUKKARD নামের একটি অ্যাকাউন্ট থেকে সিনেমার একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, AP নামের একটি লোকাল চ্যানেলে সিনেমাটি দেখানো হয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, এটি সত্যি মেনে নেওয়া যায় না। একটি চলচ্চিত্র মাত্র ৫ দিন আগে মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই স্থানীয় কেবল চ্যানেলে সিনেমাটি প্রচারিত করে দেওয়া হল।
ক্যাপশনে আরও লেখা হয়েছে, একটি সিনেমা শুধুমাত্র নায়ক, পরিচালক বা প্রযোজকদের পরিশ্রম নয়, হাজার হাজার মানুষের তিন থেকে চার বছরের পরিশ্রমের ফল। এইভাবে লোকাল চ্যানেলে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখানো সত্যি অপরাধযোগ্য।
ক্যাপশনে লেখা আছে, এই কাজ করার আগে অন্তত সেই সমস্ত মানুষের কথা চিন্তা করুন যারা চলচ্চিত্রের সাফল্যের ওপর নির্ভর করে রয়েছেন। এই ধরনের কাজ তাঁদের সবার প্রচেষ্টাকে দুর্বল করে। একটি সিনেমার ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেয়। দয়া করে সকলে ঐক্যবদ্ধ হন এবং সিনেমার ভবিষ্যৎকে সুরক্ষিত করার চেষ্টা করুন।
আরও পড়ুন: স্যাপিওসেক্সুয়ালের সঙ্গে ক্যাজুয়াল সেক্স! সুদীপ-পত্নীর নয়া পোস্ট দেখে চোখ গোলগোল নেটপাড়ার
আরও পড়ুন: নায়িকার একার মুখ থাকলে সিনেমা চলবে না! রামকমল বললেন, 'আমায় থ্রিলার বানাতে বলা হয়েছিল'
প্রসঙ্গত, ১০ জানুয়ারি সিনেমাটি সারা দেশ জুড়ে মুক্তি পেয়েছে। বক্স অফিসে এখনও পর্যন্ত ১০০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে সিনেমাটি। তবে সিনেমা মুক্তির কিছুদিন বাদেই লোকাল চ্যানেলে এইভাবে সিনেমা দেখানোর অপরাধে সাইবার ক্রাইমের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন প্রযোজক।