বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Charan: 'আমাদের শক্তি দেয়', যেখানেই যান সেখানে ইষ্ট দেবতা নিয়ে যান রাম চরণ!

Ram Charan: 'আমাদের শক্তি দেয়', যেখানেই যান সেখানে ইষ্ট দেবতা নিয়ে যান রাম চরণ!

লস অ্যাঞ্জেলেসে আস্ত সিংহাসন নিয়ে গিয়েছিলেন রাম চরণ!

Ram Charan: আরআরআরের অভিনেতা রাম চরণ একজন আদ্যোপান্ত ধার্মিক মানুষ। তিনি এবার জানালেন তাঁরা, অর্থাৎ তিনি এবং তাঁর স্ত্রী যেখানেই যান না কেন সঙ্গে একটি ঠাকুরের সিংহাসন সহ পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে যান।

আরআরআর এখন আলোচনার শীর্ষে রয়েছে। আর হবে নাই বা কেন এই ছবি যে দেশকে অস্কার এনে দিল। আর এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং সদস্য হলেন রাম চরণ। তাঁকে পর্দায় আল্লুরি সীতারাম রাজুর চরিত্রে দেখা গিয়েছিল। অস্কার জয়ের পর এই ছবির অভিনেতাদের বিষয় মানুষ আরও আগ্রহী হয়ে পড়ছেন যখন তখন জানা গেল রাম চরণ নাকি যেখানেই যান সঙ্গে করে তাঁর ইষ্ট দেবতাকে এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে যান।

হ্যাঁ, এই কথা সকলেই জানেন যে রাম চরণ একজন আদ্যোপান্ত ধার্মিক মানুষ। এবার তিনি জানালেন অন্যান্য বারের মতো এবারও তখন তিনি দেশের বাইরে এলেন অস্কারের জন্য তখন তিনি সঙ্গে করে তাঁর ইষ্ট দেবতাকে এনেছেন। লস অ্যাঞ্জেলেসেও তাঁর সঙ্গে এই সিংহাসন নিয়ে সঙ্গে করে এনেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি ভিডিয়ো আপলোড করেছেন রাম চরণ। সেখানেই তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমি বা আমার স্ত্রী যেখানেই যাই না কেন সঙ্গে করে একটি ছোট সিংহাসন আর পুজোর সামগ্রী নিয়ে যাই। এটা আমাদের পজিটিভ এনার্জি দেয়, ভারতের সঙ্গে জুড়ে রাখে।' ভিডিয়োতে তাঁকে এবং তাঁর স্ত্রীকে রাম, সীতা, লক্ষ্মণ, এবং হনুমানকে পুজো করতে দেখা যাচ্ছে।

এর আগেও অভিনেতার এই পুজো আচ্চা, ধর্মীয় কাজ নেটিজেনদের থেকে প্রশংসা পেয়েছিল। তিনি নিজেও এর আগে তাঁর বার্ষিক আয়াপ্পা দীক্ষার কথা জানিয়েছিলেন। এই সময় তিনি ৪০ দিন ধরে কেবল কালো পোশাক পরেন, খালি পায়ে হাঁটেন এবং নিরামিষ খাবার খান।

অন্যদিকে আরআরআর ছবিটির গান নাটু নাটু যখন অস্কার জেতে তখন এদিকে রাম চরণের বাবা, দক্ষিণী সুপার স্টার চিরঞ্জীবী নিজের প্রতিক্রিয়া জানান সবার আগে। এই গানটি সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার জিতেছে।

টুইটারে এই বিষয়ে চিরঞ্জীবী টুইট করেন। তিনি লেখেন, 'অস্কার ভারতের জন্য একটা স্বপ্ন ছিল, কিন্তু একটা মানুষের জন্য একটা দর্শন, সাহস ছিল। এসএস রাজামৌলি। কোটি কোটি মানুষের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে আরআরআর টিমের প্রতিটা সদস্যের জন্য।'

এই গানের রাম চরণ এবং জুনিয়র এনটিআরের করা সেই আইকনিক হুকআপ স্টেপ এখন বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে। তাঁদের এই গানে একদল ব্রিটিশদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল আর আর আর ছবিতে।

বন্ধ করুন