বাংলা নিউজ > বায়োস্কোপ > 'নারীরা তাঁদের সেক্সি শরীর দেখাতে পারলে পুরুষ কেন পারবে না?' প্রশ্ন রামগোপালের

'নারীরা তাঁদের সেক্সি শরীর দেখাতে পারলে পুরুষ কেন পারবে না?' প্রশ্ন রামগোপালের

রণবীরের পক্ষ নিয়ে কথা বললেন রামগোপাল ভার্মা।

রণবীরের ন্যুড ফটোশ্যুট ঘিরে চলছে দারুণ চর্চা। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন রামগোপাল ভার্মা।

'পেপার’ ম্যাগাজিনের হয়ে সাহসী কভার শ্যুট করেছেন অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফোটোশ্যুটের ছবি আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। ‘পোশাক খুলে’ আইনি বিপাকে অভিনেতা। 

মুম্বই পুলিশের কাছে রণবীর সাম্প্রতিক ন্যুড ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা। তাঁদের অভিযোগ, নারীর অনুভূতিতে আঘাত করেছেন অভিনেতা। তাঁর ন্যুড ফটোশ্যুট ঘিরে চর্চা যেন থামছেই না। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন। স্বামীর সাহসী ফটোশ্যুট নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি স্ত্রী দীপিকার। 

আরও পড়ুন: ৫০-এ পা রাখলেন, ‘মাসুম’ থেকে অভিনয় যাত্রা শুরু, রইল যুগল হংসরাজের কিছু অজানা কথা

ন্যুড ফটোশ্যুট ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে রণবীর সিং। সরগরম আবহাওয়া। তবে এই বিতর্কে রণবীরের পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাট, অর্জুন কাপুর সহ বি-টাউনের একাধিক তারকারা। রণবীরের 'বোল্ড' ফটোশ্যুট নিয়ে মুখ খুলেছেন বলিউডের তারকা পরিচালক-প্রযোজক রামগোপাল ভার্মা। তাঁর সাফ মন্তব্য, 'মহিলারা করতে পারলে পুরুষেরা কেন পারবেন না?'

আরও পড়ুন: করণের শো-এ বিশেষ অতিথি হয়ে আসছেন না দীপিকা! কেন? উত্তর খুঁজছে বলিউড

ওয়েবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে রামগোপাল বলেন, 'মনে করুন না লিঙ্গ সমতার জন্য ন্যায় বিচার চাওয়ার পথ হিসাবে উনি এটাকে বেছে নিয়েছেন। নারীরা যদি তাঁদের সেক্সি শরীর দেখাতে পারে তাহলে পুরুষ কেন পারবে না? এটাই তো ভণ্ডামি যে, পুরুষদের আলাদা মান্যতা দিয়ে বিচার করা হয়। পুরুষদেরও নারীদের সমান অধিকার থাকতে হবে।' তিনি আরও বলেন, 'আমি মনে হয় ভারত অবশেষে সেই সময় থেকে বেরিয়ে আসছে এবং রণবীর সিং লিঙ্গ সমতার ক্ষেত্রে এক উদাহরণ।'

বন্ধ করুন