অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে লোকেশ এবং পুত্রবধূ ব্রাহ্মণী সহ তেলেগু দেশম পার্টি নেতাদের উদ্দেশ্য করে একটি বিকৃত পোস্ট করার অপরাধে আইনি সমস্যায় জড়িয়েছেন চলচ্চিত্র নির্মাতা রামগোপাল বর্মা। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ডিডিপি মন্ডলের সাধারণ সম্পাদক মুথনাপল্লী রামালিঙ্গম।
টিডিপি নেতা রামালিঙ্গম অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মাদ্দিপাদ্দু থানায় রামগোপাল বর্মার বিরুদ্ধে এই মামলা করেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে পোস্ট করেছেন তা সত্যি আপত্তিজনক। এই পোস্টের জেরে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর পরিবারের মানহানি হয়েছে।
আরও পড়ুন: ‘কখনও কোনও একটা কারণে সম্পর্ক ভাঙে না…’! অনুপমকে ডিভোর্স, ‘২ বাচ্চার মা’ ট্রোল, মুখ খুললেন পিয়া
আরও পড়ুন: অস্কারে ইমনের বাংলা গান! সারেগামাপা-র সেটেই মিলল সুখবর, কোন ছবির জন্য এল সম্মান?
শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, লক্ষ্মী এনটিআর নামের যে সিনেমাটি পরিচালনা করেছিলেন রামগোপাল, সেই সিনেমায় ২০০৯ সালের হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছিল। গত বছরের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় চন্দ্রবাবু নাইডুকে খলনায়কের ভূমিকায় তুলে ধরা হয় বলে অভিযোগ টিডিপি নেতার।
এই প্রসঙ্গে সাব-ইন্সপেক্টর শিভা রামাইয়া জানিয়েছিলেন, তথ্যপ্রযুক্তি আইনের অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার করা হতে পারে রামগোপাল বর্মাকে।
আরও পড়ুন: বর্ষশেষে বিনোদনের ধামাকা! ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন সিনেমা
আরও পড়ুন: মুফাসা-র পোস্টারে কেন বোল্ডে লেখা হল আরিয়ান-আব্রামের নাম? প্রশ্ন তুললেন অভিনেতা
এই প্রসঙ্গে রামগোপাল বলেন, ‘ব্যাপারটি পুরোটাই ষড়যন্ত্র। মামলাটি করার প্রায় এক বছর আগে এই পোস্ট করা হয়েছিল। এই পোস্ট সম্পর্কে আমার সত্যি কোনও জ্ঞান নেই। সেই সময় আমি ১০০০ এর বেশি টুইট করেছি। কি টুইট করেছি সেটাও আমার এখন মনে নেই। আমার মনে হয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে... মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে আমার বিরুদ্ধে।’
প্রসঙ্গত, রামগোপাল বর্মা বলিউডের এমন একজন পরিচালক যিনি সত্য ঘটনা অবলম্বনে তৈরি বহু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ‘কোম্পানি’, ‘সত্য’, ‘রঙ্গিলা’-র মত একাধিক সুপার হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের।