মাতৃ দিবসে তারকা সামাজিক মাধ্যমে মায়ের প্রতি অগাধ ভালবাসা প্রকাশ করেছেন। কিন্তু বলিউড পরিচালক রামগোপাল বর্মার শোনা গেল অন্য সুর। ভালবাসা নয়, ক্ষোভ এবং অভিমান প্রকাশ পেল তাঁর কথায়। এদিন বিশ্বের সব মা-কে মাতৃ দিবসের শুভেচ্ছাও জানালেও, নিজের মা’কে জানাতে চাননি তিনি।
মাতৃ দিবসে টুইটে পরিচালক লেখেন, ‘সব মায়েরাই জন্ম দেয়, কিন্তু আমি শুধু সেসব মায়েদেরই শুভেচ্ছা জানাতে চাই যাঁরা প্রতিভাধর সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু আমার মা’কে নয় যে আমার মতো অকর্মণ্যকে জন্ম দিয়েছে। মা, তোমাকে জানাই অশুভ মাতৃদিবস। এক দিনের জন্যও তোমাকে সুখী করতে পারিনি আমি’।
যদিও পরিচালকের টুইট দেখে মোটেই তাঁকে সহমত জানায়নি ভক্তরা। কেউ তাঁকে লিখেছেন, ‘আপনি এক জন সু-শিক্ষকের জন্ম দিয়েছেন’। কেউ লিখেছেন, ‘আপনি এক জন দক্ষ সন্তান’।

রামগোপাল বর্মা টুইটারে বেশ সক্রিয় এবং প্রায়শই সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন। প্রয়াত অভিনেতা ইরফান খানকে তাঁর ‘দাউদ’ ছবিতে কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে সম্প্রতি তিনি একটি স্পষ্টতা জারি করেছিলেন।