২০২৪-এর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বদলে যাচ্ছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটার’-এর নাম। গতবছরের ৩০ ডিসেম্বর সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই প্রেক্ষাগৃহের নতুন নামকরণ হতে চলেছে নটী বিনোদিনীর নামে ‘বিনোদিনী থিয়েটার’। তবে এই নাম বদলের জন্য অনেকদিন লড়াই চালিয়েছেন পর্দার 'বিনোদিনী' রুক্মিণী মৈত্র এবং তাঁর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর পরিচালক রাম কমল। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ হতেই দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর কাছে পুজো দিতে গেলেন তাঁরা। অভিনেত্রী তাঁদের পুজো দেওয়া ও প্রদীপ জ্বালানোর একাধিক ছবি ভাগ করে নিলেন নিজের সমাজ মাধ্যমের পাতায়।
সোমাবার দুপুরে রুক্মিণী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন যে এদিন তাঁরা দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবেন। কারণ, ২০১৯ সালে যখন প্রথম তাঁরা 'বিনোদিনী'কে নিয়ে ছবি করার কথা ভাবছিলেন তখনই পরিচালক রামকমল জানিয়েছিলেন যে, তাঁর ইচ্ছে 'বিনোদিনী' সম্মান ফেরাতে ‘স্টার থিয়েটার’-এর নাম বদলে ‘বিনোদিনী দাসী’র নামে তা রাখা হোক। আর তা যদি সম্ভব হয়, তাহলে তিনি দক্ষিণেশ্বরে, যত বছর বিনোদিনী দাসী তাঁর যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন, ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন। পরিচালকের সেই মানতপূরণ হতেই তাঁকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন রুক্মিণী।
আরও পড়ুন: চুটিয়ে প্রেম করছেন মধুমিতা, তার মাঝেই হঠাৎ বসন্তের আগমন তাঁর জীবনে! নিজেই দিলেন সেই সুখবর
তাঁদের পুজো দেওয়া ও প্রদীপ জ্বালানোর নানা ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নায়িকা লিখলেন, ‘প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তাঁর যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে তাই ১৪১ টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হল।’
আরও পড়ুন: চোখে কাজলের সুরমা, হাতে ধরা গড়গড়া, বিনোদিনীর ‘গুরমুখ রাই’-এর ভূমিকায় নজরকাড়া মীর!
প্রসঙ্গত, বহুবছর আগে শোনা যায় বড় পর্দায় 'বিনোদিনী' হয়ে ধরা দিতে চলেছেন রুক্মিণী। তারপর ২০২২-এর সেপ্টেম্বর মাসে 'বিনোদিনী' বেশে অভিনেত্রী ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই শুরু হয়ে যায় বিনোদন জগতে। সেসময়ই প্রথমবার বিনোদিনী রূপে সকলকে চমকে দিয়েছিলেন রুক্মিণী। ২০২৩-এর মার্চে শেষ হয়েছিল ছবির শ্য়ুটিং। এরপর গত বছরে দীপাবলিতে প্রকাশ্যে আসে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’-এর টিজার। সেখানেই নটীর বেশে, অভিনেত্রী আবারও নজর কাড়েন। জানা গিয়েছে চলতি বছরের ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।