আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। তার আগেই এই ছবি বানানোর লড়াইয়ে গল্প শোনালেন ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। জানালেন তাঁকে একটা সময় বলা হয়েছিল তিনি যেন এই ছবি ছেড়ে থ্রিলার বানান!
বিনোদিনী একটি নটীর উপাখ্যান নিয়ে কী জানালেন রামকমল মুখোপাধ্যায়?
রামকমল মুখোপাধ্যায় এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে কলকাতার একাধিক প্রযোজক তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন। এই ছবিতে বিনিয়োগ করতে চাননি। রামকমল মুখোপাধ্যায়ের কথায়, 'আমায় বলা হয়েছিল বাংলায় বিনোদিনীকে নিয়ে সিনেমা করলে নাকি মানুষ দেখবে না। সিনেমার পোস্টারে একা নায়িকার মুখ থাকলে নাকি সিনেমা হলে লোক আসবে না।' তিনি এদিন এও জানান, 'আমায় বলা হয়েছিল এই ছবিটা ছেড়ে আমি যেন থ্রিলার বানাই। অনেক পর প্রমোদ ফিল্মস এগিয়ে আসে। কিন্তু এত বড় বাজেটের ছবির জন্য আরও কাউকে দরকার ছিল। তখন দেব যুক্ত হন।'
আরও পড়ুন: ১৯ বছরেই ১১টি জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেলেছেন শিবভক্ত রাশা! বললেন, 'খালি নাগেশ্বর বাকি, ওটাও...'
তবে কি দেব এই ছবির প্রযোজক বলেই রুক্মিণী মৈত্রকে বিনোদিনীর চরিত্রে বেছেছেন তিনি? এই বিষয়ে তাঁর সাফ উত্তর, বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে নায়িকা হিসেবে রুক্মিণীকে কাস্ট করার ইচ্ছে পরিচালকের শুরু থেকেই ছিল।
বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে কী দেখা যাবে?
এই বিষয়ে রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে উঠে আসবে বিনোদিনীর উত্থান, পতন সহ তাঁর জীবনের বিভিন্ন দিক। এই ছবির মাধ্যমে তাঁরা বিনোদিনীকে উদযাপন করেছেন বলেই জানিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: সইফের বাড়ি না জেনেই সেখানে ঢুকে পড়েন আততায়ী! কোথা দিয়ে প্রবেশ করে, কী কী জানা গেল তদন্তে?
তবে এই বিগ বাজেট ছবি তাঁরা হিন্দি বানাতে পারলেও বানাননি। এই বিষয়ে পরিচালক জানিয়েছেন, 'হিন্দিতে করলে ভাষার মাধুর্য নষ্ট হতো। বাংলায় সেই সময় যে বিভিন্ন ধরনের বাংলা প্রচলিত ছিল সেটাকে তুলে ধরা যেত না।'
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।