কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। এই ছবিতে রুক্মিণী মৈত্রর অভিনয় যতটা নজর কেড়েছে, ঠিক ততটাই নজর কেড়েছে এই ছবির গানগুলো। বিশেষ করে শ্রেয়া ঘোষালের গাওয়া কানহা গানটি। এবার শ্রেয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানালেন রাম কমল মুখোপাধ্যায়।
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
কী লিখলেন রাম কমল মুখোপাধ্যায়?
এদিন রাম কমল মুখোপাধ্যায় এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি ছবি পোস্ট করেন যেখানে তাঁর স্ত্রী এবং পুত্রের সঙ্গে শ্রেয়া ঘোষালকে দেখা যাচ্ছে। এই ছবিটির সঙ্গে তাঁর ইবনে শ্রেয়া ঘোষালের সম্পর্ক, যোগাযোগের বিষয়ে লেখেন।
বিনোদিনী পরিচালক এদিন তাঁর পোস্টে লেখেন, 'কী দারুণ একটা রিইউনিয়ন হল শ্রেয়া ঘোষালের সঙ্গে। আমার সঙ্গে শেয়ার সম্পর্ক প্রায় ২০ বছরের। এমনকি আমাদের বিয়ের দিনও এক, যদিও বছর আলাদা। এই ছবিটা তখন তোলা হয়েছে যখন মুম্বইতে আমাদের কানহা গানটি রেকর্ড করা হয় অত্যন্ত গুণী সৌরেন্দ্র সৌম্যজিতের সঙ্গে।'
তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'শ্রেয়া দারুণ উচ্ছ্বসিত এত বছর পর আবার সঙ্গে যোগাযোগ হওয়ায়। ও ভীষণ খুশি হয়েছে এটা জেনে যে এই গানটি আমি লিখেছি। সর্বাণী এবং রিয়ান আমাদের সঙ্গে রেকর্ডিংয়ের দিন যোগ দিয়েছিল। শ্রেয়াও মুখিয়ে ছিল জুনিয়র রাম কমলের সঙ্গে দেখা করবে বলে।'
পরিশেষে রাম কমল মুখোপাধ্যায় তাঁর জীবনের এক অদ্ভুত সমাপনের কথা জানান। লেখেন, '১৯৯৯ সালে বনশালির দেবদাসের হাত ধরে শ্রেয়া যখন ডেবিউ করে তখন আমি দ্য এশিয়ান এজের জন্য কাজ করছি, ওঁর প্রথম গানটি আমিই লিখেছিলাম। এখন আমি আবার আমার প্রথম বাংলা ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যান যখন বানালাম তখন তাতে গান গাইল শ্রেয়া। জীবন সুন্দর সমাপতনে ভর্তি।'
আরও পড়ুন: WAVES সামিটের আগে অমিতাভ-আম্বানিদের সঙ্গে মোলাকাত মোদীর! শাহরুখদের থেকে কী কী টিপস নিলেন?
বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে
এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।