বাংলা নিউজ > বায়োস্কোপ > Ram Kapoor: ‘বিনোদন জগতে লিঙ্গ সমতার আদৌ কোনও প্রয়োজন নেই...' বিস্ফোরক রাম কাপুর

Ram Kapoor: ‘বিনোদন জগতে লিঙ্গ সমতার আদৌ কোনও প্রয়োজন নেই...' বিস্ফোরক রাম কাপুর

রাম কাপুর

Ram Kapoor: হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে, অভিনেতা রাম কাপুর বিনোদন জগতে লিঙ্গ সমতা এবং আরও অনেক কিছু সম্পর্কে নিজের মতামত ভাগ করে নিয়েছেন।

বিনোদন জগতের করিডোরে প্রবেশের জন্য লিঙ্গ সমতার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা নিয়ে কথোপকথন এবং আলোচনা হয়েছে বহু। তবে অভিনেতা রাম কাপুর বিস্ময় প্রকাশ করেছেন যে টেলিভিশন এবং মডেলিং শিল্পে পুরুষদের জীবনে একই ধরনের সমস্যা নিয়ে কেন কোনও আলোচনা হয়না! 

আরও পড়ুন: (হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন)

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিষয়ে রাম কাপুর দীর্ঘ আলোচনা করেছেন। তিনি মনে করেন যে বিনোদন শিল্পে লিঙ্গ সমতা আসলে হওয়ার দরকার নেই কারণ দর্শকরা ভারসাম্যটি বেছে নিয়েছেন।

ইন্ডাস্ট্রিতে লিঙ্গ সমতা প্রসঙ্গে

যখন লিঙ্গ সমতার কথা আসে, তখন অভিনেতা মনে করেন যে বর্তমান গতিশীলতাকেই  দর্শকরা বেছে নিয়েছেন এবং তারাই কেবল এটি পরিবর্তন করতে পারেন।

তিনি বলেন, ‘আমি মনে করি না যে বিনোদন শিল্পে লিঙ্গ সমতা সত্যিই হওয়া দরকার ... কারণ প্রতিটি শিল্পের একটি নির্দিষ্ট গতিশীলতা থাকে এবং সেই গতিশীলতা দর্শকরাই বেছে নেয়।’ 

রাম প্রকাশ করেছেন যে তিনি এই বিষয়ে খুব বেশি চিন্তা করেন না, অবাক হন যে কেন নায়করা সর্বদা বলিউডের নায়িকাদের চেয়ে বড়। কেন?

‘১৫ বছর ধরে আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির অংশ ছিলাম যেখানে প্রধান নারী চরিত্র পুরুষ চরিত্রের চেয়ে অনেক বড়। ছোট পর্দায় পুরোটাই তুলসী আর পার্বতীকে নিয়ে। পুরুষ সেখানে নারীদের তুলনা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। কিন্তু এই পুরো ১৫ বছরে আমি সেখানে পুরুষ লিঙ্গ অর্থনীতি নিয়ে কখনও মাথা ঘামাইনি,। প্রসঙ্গত 'কসম সে', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', 'জুবিলি'র মতো ধারাবাহিকের জন্য পরিচিত এই অভিনেতা। খুব শীঘ্রই তাঁকে 'দ্য খালবালি রেকর্ডস'-এ দেখা যাবে।

রাম আরও বলেন, 'আমি এমন একটি শিল্পের অংশ ছিলাম যেখানে মহিলারা আধিপত্য বিস্তার করেছেন এবং আমার তাতে কোনও সমস্য নেই। সেটা কেন তা আপনারাও জানেন? কারণ দর্শকরাই সেটাই চেয়েছিলেন। বলিউডে যেমন পুরুষরা ভালো জায়গায় রয়েছেন, টেলিভিশনে তেমন মেয়েরা। তাতে আমার কিছু যায় আসে না।

তাঁর কথায়,যে কোনও পরিস্থিতিতেই বিনোদন জগতের এই বিষয়গুলি এক্কেবারেই ঠিক আছে। তিনি বলেন, ‘যখন আমি এমন একটি দৃশ্যের অংশ ছিলাম যেখানে মহিলারা সর্বদা পুরুষদের ছায়া ফেলত, তখন আমিও পাত্তা দিতাম না। তাহলে আমি এখন পাত্তা দেব কেন? লিঙ্গ সমতার এই বিষয়টি... কিছু লোক এটি থেকে খুব বেশি উপার্জন করে ’।

নারীবাদী আন্দোলন সম্পর্কে

রাম কাপুর যিনি টেলিভিশন, চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি স্পেসেও কাজ করেছেন। তাঁর একটি বিস্তৃত ফ্যান বেস রয়েছে। তাঁর কথায়, এই আন্দোলনটি একতরফা।  

অভিনেতা বলেছেন, ‘লোকে বলে বলিউড হোক বা হলিউড, পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয় এবং এটি সত্য হতে পারে। তবে এমন যথেষ্ট শিল্প রয়েছে যেখানে এটার বিপরীত এবং যেখানে কেউ এটি নিয়ে বড় মাথা ঘামায় না।’

নিজের ভাবনার ব্যাখ্যা দেওয়ার জন্য একটি উদাহরণ দিয়ে রাম বলেন, ‘মডেলিংয়ের জগতে পুরুষ মডেলরা বিশ্বব্যাপী মহিলা মডেলদের ধারেকাছেও আসতে পারেন না।’

‘নাওমি ক্যাম্পবেল ও সিন্ডি ক্রফোর্ডের কথা সবাই জানে। সেই সময়ের কোনও পুরুষ মডেলের কথা কি কারও মনে আছে?’

‘সেখানে কেউ লিঙ্গ সমতা নিয়ে কথা বলে না। যথেষ্ট শিল্প আছে যেখানে নারীরা রাজত্ব করে। কেউ বড় কথা বলে না। কিন্তু যেটা হয়েছে, নারীর আন্দোলন মেয়েদের আগমন নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ নারীবাদ হোক বা অন্য কিছু, দর্শকরাই সিদ্ধান্ত নেবে কী ঘটবে।’

‘প্রতিটি শিল্পের একটি জায়গা থাকে এবং এর একটি কারণ থাকে। এটা হয়েছে কারণ সমাজ সেই কাঠামো চেয়েছিল। তাহলে কেন এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করা হচ্ছে?’ 

আরও পড়ুন: (গোবিন্দাকে কাছ থেকে দেখার লোভ, পরিচারিকা সেজে অভিনেতার বাড়ি হাজির ভক্ত! তারপর...?)

 

দ্য খালবালি রেকর্ডসে কাজ করার সময়

রামকে দ্য খালবালি রেকর্ডসে দেখা যায়, যা জিও সিনেমা প্রিমিয়ামে স্ট্রিমিং হচ্ছে। 

এ প্রসঙ্গে রাম কাপুর বলেন, ‘এতে কাজ করে ভালো লেগেছে। একটু অন্যরকম লাগছিল। আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে কখনও কিছু করিনি, তবে এটিতে কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা ছিল।’

আরও পড়ুন: (‘কিছু একটা ঘটলে তখন সবার খেয়াল পড়ে...’ আরজি কর আবহে নারী 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ টাকার অভাব বলেও চলতি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের! জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয় গোয়ালিয়রের তিন ছক্কায় বাটলারকে টপকালেন সূর্যকুমার, দিল্লিতে টপকাতে পারেন পুরানকে কাতারের মুন টাওয়ার এবার হুগলিতে! শহর থেকে দূরে হলেও তাক লাগাচ্ছে এই পুজো গভীর রাতে জয়নগরের নাবালিকার দেহ গ্রামে পৌঁছতেই উঠল ‘ফাঁসি চাই’ স্লোগান নীচে জাতীয় সড়ক, উপরে ছুটছে মেট্রো! এশিয়ার দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার ভারতে ভারতের কথা মেনে নিল ব্রিটেন, বিরোধ এড়িয়ে মরিশাস পেল চাগোস দ্বীপপুঞ্জ লক্ষ্মীপুজোর পরই সেনাপতির চন্দ্রর ঘরে গমন, আয় বাড়বে, ৫রাশির হবে অপ্রত্যাশিত লাভ চুরি করতে এসে মহিলার ঘরের কাজ করে গেল চোর! লিখে রেখে গেল মিষ্টি একটি চিঠিও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.