রাখি সাওয়ান্ত বহু বছর ধরে শ্রোতাদের বিনোদন দিচ্ছেন, প্রথমে নৃত্যশিল্পী হিসাবে শুরু করেছিলেন, তারপরে অভিনেতা এবং রিয়েলিটি টিভি তারকা হিসাবে কাজ করেছেন। তবে রাখির করা আলটপকা মন্তব্যের কারণে হামেশাই তাঁকে নিয়ে ট্রোল হয়। এমনকী, কখনো কখনো খবরে আসতে, বিতর্কিত মন্তব্য খানিকটা ইচ্ছে করেও করে থাকেন তিি। সঙ্গে তাঁর বিয়ে, ডিভোর্স নিয়ে বিতর্কও তো কিছু কম নেই। তবে সম্প্রতি সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা রাম কাপুর জানালেন তিনি সম্মান করেন রাখির কঠোর পরিশ্রমের। সঙ্গে মন্তব্য, ইন্ডাস্ট্রিই তাঁকে 'সেক্সি ডান্সার' ইমেজ দিয়েছে।
রাখি সম্পর্কে যা বললেন রাম কাপুর
রিয়েলিটি শো ‘রাখি কা স্বয়ম্বর’ হোস্ট করেছিলেন রাম কাপুর। এমন একটি শো যেখানে রাখি বিয়ের জন্য একগুচ্ছ ব্যাচেলরদের মধ্যে থেকেনিজের জন্য পাত্র খুঁজে নিয়েছিলেন। যখন তাঁকে এই পডকাস্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি এই শো হোস্ট করার জন্য অনুতপ্ত কি না, রাম জানান যে ফলাফল যাই হোক না কেন তিনি রাখিকে সম্মান করেন। রাম বললেন, 'আজ গোটা দেশ রাখি সাওয়ান্তের নাম জানে। তিনি মুম্বইয়ে একটি ৩ বিএইচকে সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে থাকেন, যেখানে আমি গিয়েছি, সেটি ভাড়ার নয়। তিনই মালিক। নিজের যোগ্যতায় এটি অর্জন করেছেন। অনেক সম্মান।
রাখিকে ‘সম্মান করি’, অকপট রাম
রাম আরও বলেন, 'আমি তার চিন্তাভাবনার সঙ্গে একমত নাও হতে পারি। উলটোপালটা কথা বাজে, মাঝেমধ্যে ভুলভাল কাজও করে ফেলে। আসল ব্যাপার হল ও নিজের জীবন নিজেই তৈরি করেছে। এবং আমি সেটা দেখেছি। তাহলে সম্মান না করে কী পারবেন কীভাবে। ইন্ডাস্ট্রি ওকে বাজেভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। ওর নামের পাশে সেক্সি ডান্সার চিপকে দিয়েছে। কোনো গডফাদার নেই। কিছু না। এসবই আমি দেখেছি রাখি কা স্বয়ম্বর শো-তে। ওর থেকেও অনেক কিছু শেখার আছে।
আরও পড়ুন: নায়ক বদল করেও লাভ হল না, থামতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় মেগা, শনিবার শেষ শ্যুট
রাম কাপুর ‘কসম সে’ তে জয় ওয়ালিয়া এবং ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালেরাম কাপুরের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ 'খলবলি রেকর্ডস'-এ।