দিওয়ালি শেষ হতেই বলিউডের বাজার খারাপ। তৃতীয় দিনে ব্যবসায় বড় ক্ষতি হল ‘থ্যাঙ্ক গড’ আর ‘রাম সেতু’র। ফলত ফের কপালে চিন্তার ভাঁজ পড়ছে প্রযোজকদের।
বৃহস্পতিবার প্রায় ২৫ শতাংশ আয় কমল অক্ষয় কুমারের ছবির। তৃতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ৮.৫০ কোটির, বেশিরভাগ টাকা এসেছে গুজরাট আর উত্তরপ্রদেশ থেকে। তবে মুম্বই, দিল্লি আর কলকাতার বক্স অফিসের নিরিখে এই ব্যবসা ৩৫-৪০ শতাংশ কমেছে। আর মোট তিনদিনে ছবি আয় করল ৩৪ কোটি। অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে দেখা গেছে নুসরত ভরুচা, জ্যাকলিন ফার্নান্ডেজ আর সত্য দেবের।
ভাববেন না শুধু ‘রাম সেতু’-র হালই খারাপ, একই অবস্থা অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’-এর। বৃহস্পতিবার এই সিনেমা ভারতের বক্স অফিস থেকে ঘরে এনেছে ৪ কোটি। যার ফলে ছবির মোট ব্যবসা দাঁড়াল ১৭ কোটির।
তবে আশা করা যাচ্ছে অক্ষয় পারবেন ২০২২ সালে এই ছবির হাত ধরে ঘুরে দাঁড়াতে। এই সপ্তাহের শেষে আশা করা যাচ্ছে রাম সেতু ব্যবসা করবে ৬০ কোটির মতো। হতে পারে কাজের দিন বলে ব্যবসা খানিক কমেছে, যা শুক্রবার থেকে বাড়বে। শনি-রবিবারের ছুটির দিনে লোক ভরবে হলে। তবে ১০০ কোটির ঘর কি পেরোতে পারবে? সেটাই এখন সবচেয়ে বড়় প্রশ্ন।
এদিকে থ্যাঙ্ক গড তৈরির বাজেট ছিল ৫০ কোটি, যে ছবিতে মুখ্য চরিত্রে অজয় দেবগন আর সিদ্ধার্থ মলহোত্রা আর রকুলপ্রীত সিং। এবার প্রশ্ন, আয়ের অঙ্ক ঘরে ঢুকবে তো? নাকি, ২০২২-এর ভরাডুবির তালিকায় সামিল হবে এই সিনেমাও!