দেশ ছাড়িয়ে ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’-এর জনপ্রিয়তা বহু দিন আগেই বিদেশে পৌঁছেছে। কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানে সেই গানই নতুন বিতর্ক ডেকে আনল। এই গানের সুরে রমজানের গান গেয়ে রীতিমতো সমালোচনা এবং ট্রোলিংয়ের মুখে পড়েছেন সে দেশের গায়ক ইয়াসির সোহারবর্দি।
কী করেছেন ইয়াসির সোহারবর্দি?
পাকিস্তানের এই গায়ক ‘কাঁচা বাদাম’-এর সুরে রমজানের গান গেয়েছেন। Hunain Raza Production নামের ইউটিউবের একটি পেজ থেকে সেই গানটি শেয়ার করা হয়েছে। সেই গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা Viral হয়ে যায়। এর পরেই শুরু হয় ট্রোলিং। ভারতীয়রা তো বটেই পাকিস্তানিরাও ছাড়েননি এই গায়ককে।
ভারতীয়দের কাছে যেমন এটি নিজেদের দেশের গানের সুর চুরির বিষয়, অনেক পাকিস্তানির কাছে বিষয়টি আবার তা নয়, সেখানে ধর্মের বিষয়টিকে হালকাভাবে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
সব মিলিয়ে ইয়াসির সোহারবর্দিকে বিতর্ক তুঙ্গে। সব জায়গাতেই চূড়ান্ত অপমান করা হচ্ছে সেই পাকিস্তানি গায়ককে।
আপনিও দেখে নিন সেই গানের Video-টি।
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও এই গানটির টুকরো টুকরো অংশ আলাদা করে Viral হয়ে গিয়েছে। সেখানেও একইভাবে অপদস্থ করা হয়েছে এই গায়ককে।