বাংলা নিউজ > বায়োস্কোপ > Ramayan: প্রয়াত হলেন ‘রামায়ণ ধারাবাহিক’এর এই অভিনেতা, শোকের ছায়া সিনে মহলে

Ramayan: প্রয়াত হলেন ‘রামায়ণ ধারাবাহিক’এর এই অভিনেতা, শোকের ছায়া সিনে মহলে

চন্দ্রকান্ত পাণ্ডে

রামায়ণ ধারাবাহিকে প্রয়াত অভিনেতা চন্দ্রকান্ত পাণ্ডে নিশাদের চরিত্রে অভিনয় করেছিলেন।

প্রয়াত হলেন অভিনেতা চন্দ্রকান্ত পাণ্ডে। বয়স হয়েছিল ৭২ বছর। কী কারণে অভিনেতার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সহ অভিনেত্রী দীপিকা চিখলিয়া সামাজিক মাধ্যমে পোস্ট করে মৃত্যুর খবর জানিয়েছেন। 

প্রয়াত অভিনেতার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা শেয়ার করে লেখেন, ‘রেস্ট ইন পিস… চন্দ্রকান্ত পাণ্ডে’। অভিনেত্রী দীপিকা চিখলিয়া চন্দ্রকান্ত পাণ্ডের সঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করতেন। মা সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। চন্দ্রকান্ত অভিনয় করেছিলেন নিশাদের চরিত্রে।

দীপিকা চিখলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি
দীপিকা চিখলিয়ার ইনস্টাগ্রাম স্টোরি

ধারাবাহিক ছাড়াও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা। প্রেম লগন, প্যায়ার হো গয়া, পরিবার না পাঙ্খি, হোতে হোতে প্যায়ার হো গয়া. চুনদাদি নি লাজ-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। বেশ কিছু গুজরাটি ছবির পরিচিত মুখ তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

১৯৮৭ সালে প্রথমবার দূরদর্শনে রামায়ণ সম্প্রচার হয়েছিল। করোনা মহামারীর সময় লকডাউনে ফের এটি সম্প্রচার হয়। 

 

বন্ধ করুন