নীতীশ তিওয়ারির রামায়ণ নিয়ে ক্রমেই পারদ চড়ছে। রাম হয়ে এই ছবিতে আত্মপ্রকাশ করবেন রণবীর কাপুর। তবে এবার জানা গেল, একটা চরিত্রে নয়। এই ছবিতে তাঁকে বিষ্ণুর জোড়া অবতারে দেখা যাবে। বিশেষ চমক নিয়ে থাকবেন অমিতাভ বচ্চনও।
কী আপডেট পাওয়া গেল রামায়ণ সম্পর্কে?
এই কথা আগেই জানা গিয়েছিল যে নীতীশ তিওয়ারির এই ম্যাগনাম ওপাসে রামের চরিত্রে অবতীর্ণ হবেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে সীতা হিসেবে দেখা যাবে সাই পল্লবীকে। এবার জানা গেল, একটা চরিত্র নয়, বরং দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে। পিপিং মুনের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এখানে রাম ছাড়াও বিষ্ণুর আরেক অবতার অর্থাৎ পরশুরাম হিসেবে দেখা যাবে রণবীর কাপুরকে।
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
অন্যদিকে কল্কি ২৮৯৮ এডি ছবিতে মহাভারতের অশ্বত্থামার চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। এবার জানা গেল, তাঁকে রামায়ণ ছবিতেও দেখা যাবে। তবে আগের গুজব অনুযায়ী দশরথ হিসেবে নয়। বরং জটায়ু হিসেবে ধরা দিতে পারেন বিগ বি।
তবে এসব এখন সবটাই চর্চায় পর্যায়ে রয়েছে। কারণ রামায়ণ ছবির নির্মাতারা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আনেননি।
প্রসঙ্গত রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল ছবিটি। অন্যদিকে অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল। প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল।