‘বেশরম রং’ বিতর্কের আঁচ কমার নাম নিচ্ছে না! পাঠান ছবির গান ঘিরে দেশজুড়ে সরগরম রাজনীতি। এই গানের দৃশ্যায়নে গেরুয়া বিকিনিতে দীপিকাকে নাচতে দেখে চটেছে ‘রক্ষণশীলরা’, তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ প্রদর্শন, জ্বলেছে শাহরুখ-দীপিকার কুশপুতুলও।
এবার এই বিতর্কের জোয়ারে গা ভাসালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। রবিবার পুণেতে এক সাংবাদিক বৈঠকে রিপাবলিকান পার্টির প্রধান জানান, গেরুয়া রং শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র। কারণ এই গৌতম বুদ্ধ এই রঙের বস্ত্র পরতেন। তাই এই রঙকে কখনই ‘বেশরম’ বা ‘নির্লজ্জ’ বলে উল্লেখ করা যাবে না। তাঁর কথায়, ‘আমাদের পাঠান নিয়ে কোনও সমস্যা নেই শুধু এই ‘বেশরম রং’ গানটি নিয়ে আপত্তি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আড়াই হাজার বছর আগে থেকে গেরুয়া রং-কে শান্তির প্রতীক হিসেবে মানা হয়। ফলে এই গান বৌদ্ধ ধর্মের মানুষের কাছেও অপমানজনক। আর সেই কারণেই যদি বেশরম কথাটি গান থেকে বাদ না দেওয়া হয় আমাদের দল পাঠান ছবির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে।’
এর আগে কট্টরপন্থী হিন্দু সংগঠনের তরফে অভিযোগ আনা হয়েছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে পাঠানের এই গান। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্যা। আপত্তিকর দৃশ্য ছবি থেকে ছেঁটে না ফেললে মধ্যপ্রদেশে পাঠান মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, ‘দূষিত মানসিকতা থেকে তৈরি এই গান তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের দৃশ্যায়নে যে পোশাক দীপিকা পাড়ুকোন পরেছেন তা প্রচণ্ড আপত্তিকর’।
বিতর্ক যতই সঙ্গে থাকুক ইউটিউবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘বেশরম রং’-এর ভিউ সংখ্যা। প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই রুপোলি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে।পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে। আগামী বছর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে যশ রাজ ব্যানারের এই ছবি।