সদ্যই বড় পর্দায় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল সেই ছবির। সেটা দেখেই অনির্বাণ ভট্টাচার্যকে খোঁচা দিলেন প্রযোজক রানা সরকার।
আরও পড়ুন: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
কী ঘটেছে?
জানা গিয়েছিল সত্যি বলে সত্যি কিছু নেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার সেই প্রসঙ্গ তুলে দুই পুরুষের 'খোকা'কে খোঁচা দিলেন রানা সরকার। একটা সময় সৃজিতের সঙ্গে ছুটিয়ে কাজ করেছেন অনির্বাণ। কিন্তু বিগত কিছু ছবিতে তাঁকে দেখা যায়নি। এদিন সেই বিষয়টাও লেখা তুলে ধরেছেন অঙ্ক কী কঠিন ছবির প্রযোজক।
রানা সরকার এদিন ফেসবুকের পাতায় অনির্বাণকে খোঁচা দিয়ে লেখেন, 'খোকাকে গিয়ে বল, সৃজিত এসেছে! শুনছি আজকাল খোকা বারবার সৃজিতের ছবিতে কাজ করতে আপত্তি করেছেন । সত্যি বলে সত্যি কিছু নেইতে ওঁর অভিনয় করার কথা ছিল, শেষ মুহূর্তে ব্যাকআউট করেছেন। ভাবুন তো অভিনয় পারফরমেন্সের এই মেগা শোতে নিজের অভিনয় প্রতিভা দেখাতে যিনি রাজি হলেন না তিনি কি সত্যিই প্রতিভাবান নাকি ভয় পেয়ে গেলেন? কেরিয়ারে উল্লেখযোগ্য সিনেমা বলতে তো সেই কয়েকটা সৃজিত মুখার্জিরই সিনেমা। সেগুলো করছেন না মানে উনি নিজেকে কি ভাবছেন ?'
তিনি এদিন আরও লেখেন, 'নটচঞ্চু যখন ইউটিউবে ফাঁকা বুলি ঝাড়ছেন সৃজিত তখন যেসব সিনেমা বানিয়ে ফেলছেন তাতে অনেক জুনিয়র অভিনেতারা ওপরে উঠছেন। হ্যাঁ আপনার মাথায় চড়ে গেছেন কয়েকজন বাচ্চা অভিনেতা। আপনি না করলেই সৃজিতরা তাদের নিয়ে নেবেন সিনেমাতে, আপনাকে আর বেশি লাগবে না। আপনি ইউটিউবে, সিরিজে থাকুন, টুকতে থাকুন নাটক থিয়েটার থেকে। আর বারবার দেখুন সৃজিতের সিনেমা এসে গেছে। বসন্ত এসে গেছে।'
সত্যি বলে সত্যি কিছু নেই নিয়ে কী বললেন রানা সরকার?
রানা সরকার যে কেবল অনির্বাণ ভট্টাচার্যকে খোঁচা দিয়েছেন তাঁর পোস্টে সেটা নয়। একই সঙ্গে প্রশংসা করেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেইর। তিনি লেখেন, 'রিভিউ লিখছি না । শুধু এটাই বলার টুয়েলভ অ্যাংরি মেনের ইউনিভার্সের বেশ ওপরের দিকে জায়গা করে নেবে সৃজিতের সত্যি বলে সত্যি কিছু নেই। সঙ্গে একটা প্রশ্নও জাগছে মনে। সৃজিতের লেখা পুরনো স্ক্রিপ্টগুলো যেন হীরের খনি। অটোগ্রাফ থেকে চতুষ্কোণ পর্য্যন্ত লেখা সব স্ক্রিপ্ট সৃজিতের চিত্রনাট্য লেখক জীবনের শ্রেষ্ঠ সময় এবং সত্যি বলে সত্যি কিছু নেই ওই সময়েরই ফসল। তারপর যে ভালো লেখেনি এরকম নয়, কিন্তু শ্রেষ্ঠ সময় ওটাই। ১২ জন বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী যেন নিজেদের উজাড় করে দিয়েছেন এই সিনেমার জন্য, কিন্তু যারা ফিল্মমেকিং সম্বন্ধে তারা বুঝবেন সবই আসলে ডিরেক্টরের প্ল্যান।'