বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে খাদান। ইতিমধ্যেই ৭ কোটির গণ্ডি টপকে গিয়েছে দেবের ছবি। গত ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ১৬ হাজার টিকিট। আর তারপরই এদিন খাদানের প্রশংসায় ভাসালেন প্রযোজক রানা সরকার। একই সঙ্গে বক্স অফিস ও সাফল্য নিয়ে দিলেন কোন বার্তা?
আরও পড়ুন: খাদান বনাম সন্তান বিতর্ক অতীত? দেবকে নিয়ে রাজ বললেন, 'ওর আমাকে না লাগলেও, আমার ওকে প্রয়োজন'
খাদান ছবি নিয়ে কী লিখলেন রানা?
এদিন রানা সরকার তাঁর ফেসবুকের পাতায় খাদান ছবিটি নিয়ে বার্তা দেন। দেন দেবের নামে জয়ধ্বনিও। তবুও একই সঙ্গে তিনি লেখেন কেউ যেন তাঁদের ছবির বক্স অফিস কালেকশন নিয়ে মিথ্যে না বলেন। ঠিক কী লিখেছেন রানা? প্রযোজক তাঁর পোস্টে লেখেন, 'খাদান খেলা ঘুরিয়ে দিয়েছে। খাদান -এর বক্সঅফিস ২০ কোটি হলে খুব খুশি হবো। কিন্তু কম হলেও কোনও সমস্যা নেই। দেব ফিরেছে, কমার্শিয়াল ফিল্মকে ফিরিয়ে এনে সুপারহিট করেছে। তাই বক্সঅফিস কালেকশন বাড়িয়ে বলার কোনো দরকার নেই।'
এদিন তিনি আরও লেখেন, 'সঠিক তথ্য দিন, মার্কেট ক্যাপাসিটি বোঝা দরকার। সেটা বোঝা গেলে কমার্শিয়াল ফিল্ম অনেক বেশি বানানো হবে। ইনভেস্টমেন্ট বাড়বে। ইন্ডাস্ট্রি বড় হবে । কোন সিনেমার বক্সঅফিস ফিগার বাড়িয়ে বললে আসলে কারও লাভ হয় না। তাই কেউ বক্স অফিস কালেকশন মিথ্যে ফিগার দেবেন না, বাংলা সিনেমার স্বার্থে। সাফল্য যত আসবে তত আমাদের দায়িত্বশীল হতে হবে, তাহলেই ইন্ডাস্ট্রি ঘুরে দাড়াবে। জয় দেব, জয় বাংলা সিনেমা।'
অনেকেই এদিন রানা সরকারের পোস্টে জিজ্ঞেস করেছেন যে তিনি এই পোস্ট আসলে কাকে ইঙ্গিত করে লিখেছেন? এক ব্যক্তি লেখেন, '২০ কোটি হতেই হবে।' কেউ আবার তাঁকে বলেন এটাই সঠিক সময় ধূমকেতু মুক্তি দেওয়ার। যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি রানা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে খাদান ছবিটির। আর এক ঘণ্টায় সেই হিসেব ছিল দেড় হাজার। ফলে বোঝাই যাচ্ছে, সপ্তাহ খানেক পেরোলেও দেব অনুরাগী তো বটেই বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে খাদান ছবিটি নিয়ে দারুণ উন্মাদনা রয়েছে। অভিনেতা জানিয়েছেন শনিবার এই ছবির প্রায় সব শো হাউজফুল।
খাদান ছবিটি প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।