বেশি দিন নয় নভেম্বরের গোড়ার দিকের কথা। অঙ্ক কী কঠিন ছবির প্রযোজক রানা সরকার ফেসবুকের পাতায় জানান আবির চট্টোপাধ্যায় বাংলা ছবির সুপারস্টার, যাঁর ছবি বাকিদের তুলনায় বেশি ব্যবসা করে। সব ছবি হিট। কিন্তু এদিন খাদান হিট করতেই একেবারেই উল্টো সুর শোনা গেল তাঁর কথায়। কী লিখলেন?
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?
দেবকে নিয়ে কী লিখলেন রানা?
এদিন রানা সরকার খাদান হিট করার পর দেবকে নিয়ে লেখেন, ‘বাংলা সিনেমার বক্স অফিসে শেষ কয়েক বছরে সবচেয়ে সফল দেবের সিনেমা। বহুরূপী আর কর্ণসুবর্ণের গুপ্তধন এই দুটো সিনেমা ছাড়া বাকি সব সিনেমার থেকেই বেশি কালেকশন দিয়েছে দেবের সিনেমা। তাহলে কেন বক্স অফিস ফিগার নিয়ে সবাই এত চিন্তিত। খাদান এখনও যা কালেকশন করেছে সেটা সন্দেহাতীত ভাবে খুব ভালো এবং সুপারহিট। প্রচুর হাউজফুল আর দ্বিতীয় সপ্তাহে শো-এর সংখ্যাও বেড়েছে। তাই কত কালেকশন হল, কে কত কালেকশন বলল, কম না বেশি বলল সেই নিয়ে এত বাওয়াল কেন? আসল কথা হল বাংলা সিনেমার সত্যিকারের কালেকশন ফিগার কত কেউ কোনদিন ঠিক অঙ্কটা বলে না। এমনকি প্রযোজক/ডিস্ট্রিবিউটারও ঠিক ফিগার দেয় না, প্রোমোশনের স্বার্থে বাড়িয়ে বলে তাতে অন্যায় কিছু নেই হয়তো। কিন্তু দর্শক ফ্যান আপনার বক্স অফিস ফিগার নিয়ে ঝগড়া ট্রোল না করে সিনেমা দেখুন, বাড়ির লোক, বন্ধু-বান্ধবীদের সিনেমা হলে যেতে বলুন। তাহলেই বক্সঅফিস কালেকশন আরও বাড়বে। শুধু ফেসবুকে ট্রোল করে কোনও লাভ হবে না। বক্স অফিসের অঙ্ক যতই হোক না কেন এখন সবাই জানে: খাদান সুপারহিট , সন্তানও হিট। জয় বাংলা সিনেমা’
আবিরকে নিয়ে এর আগে কী লিখেছিলেন?
কিছুদিন আগে তিনিই লিখেছিলেন, 'আবির চ্যাটার্জী সুপারস্টার। আবির বাংলা ইন্ডাস্ট্রির সেই ব্যক্তি যার অভিনীত দুটো সিনেমা একদিনে রিলিজ করেছে এবং বক্স অফিসে দুটো সিনেমা সর্বোচ্চ ব্যবসা করেছে। ক্রিসমাস ২০১৪ -তে আবির অভিনীত ফেলুদা বাদশাহি আংটি ও ব্যোমকেশ ফিরে এলো একত্রে ১১ কোটি টাকা ব্যবসা করেছিল। অনেকেই জানেন না পুজো-২০২২ রিলিজ আবির অভিনীত কর্ণসুবর্ণের গুপ্তধন বক্স অফিসে দেব অভিনীত প্রজাপতি সিনেমা ক্রিসমাস-২০২২ রিলিজ থেকে বেশি ব্যবসা করেছিল। ২০২৩ ও ২০২৪ দুর্গাপুজো রিলিজে আবির অভিনীত সিনেমা দেব অভিনীত সিনেমার থেকে বক্স অফিসে বেশি ব্যবসা করেছে। যতবার আবির ও দেবের সিনেমা একদিনে রিলিজ হয়েছে প্রতিবার আবিরের সিনেমা বক্স অফিসে বেশি ব্যবসা করেছে।'