২০২৪-এর পুজোয় ‘টেক্কা’ বনাম 'বহুরূপী'র বক্স অফিসের লড়াইয়ে জিতেছে 'বহুরূপী'। তবে ক্রিসমাসে আবার দেবের 'খাদান'-এরই জয়জয়কার। এমনকি 'বহুরূপী' রেকর্ডও ভেঙে দিয়েছে ‘খাদান’। আর তাতেই ঝামেলা বেঁধেছে। দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের মুখে পড়েছেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদে সরব হলে পরিচালকের স্ত্রী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনকেও দেব ভক্তদের আক্রমণের মুখে পড়তে হয়েছে।
তবে এবার দেব অনুরাগীরা জিনিয়া সেনকে যেভাবে অশালীন আক্রমণ করেছেন, যেভাবে তাঁকে নিয়ে কুরুচিকর, যৌনগন্ধী মিম তৈরি হচ্ছে, তাতে বেজায় বিরক্ত ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। বিষয়টি নিয়ে দেবের দৃষ্টি আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে প্রযোজক রানা সরকার থেকে শুরু করে অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকেই।
রানা সরকার বিষয়টি নিয়ে দেবকে ট্যাগ করে লেখেন, ‘আশা করবো Dev এসব বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেবে। আমাদের গালাগাল দেয় ট্রোল করে আমরা কিছু বলিনা, হেসে উড়িয়ে দিই। কিন্তু একজন নারীর সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।’

প্রযোজক রানা সরকার এই বিষয়ে দেবের উদ্দেশ্য নরম সুরে কথা বললেও, রুদ্রনীল ঘোষ কিন্তু দেবের উদ্দেশ্য কিছুটা খোঁচা মেরেই কথা বলেছেন। কী লিখেছেন রুদ্রনীল?
দেবকে ট্য়াগ করে রুদ্রনীল লেখেন, ‘নিশ্চই ভাই Dev তার এসব দেবতুল্য ফ্যান(দেবীয়ান) ভাইদের কথা জানে না! জানলে নিশ্চই সে তার অফিসিয়াল প্রোফাইল থেকে এদের একবার বোঝাতো যে, সে সত্যি অবিবাহিত এবং সে কারো বাপ নয়, বরং সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নিষ্ঠাবান লড়াকু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমাযোদ্ধা। এসব দেখলে নিশ্চই বোঝাতো, এই ধরণের লাগাতার অকারণ বেশী মিষ্টি পরিবেশনে কারো না কারো ডায়োবিটিস হতে পারে এবং তার এসব দেখে তারও কষ্ট হয়। উত্তম কুমার বেঁচে থাকলে হয়তো এসব কান্ড দেখে মুচকি হেসে পোস্ট করতেন, #সেটা_বড়_কথা_নয়।’
রুদ্রনীল দেবের 'ভালোমানুষ' ভাবমূর্তিকে কিছুটা খোঁচা দিয়েই কথাগুলি বলেছেন বলেই মনে করছেন নেটনাগরিকরা। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। এধরনের অশালীন আক্রমণে বেজায় বিরক্ত ঋতাভরী লেখেন, ‘নোংরামির একটা সীমা থাকে। এই ধর্ষক মানসিকতাকে কেউ তোমরা জাস্টিফাই করবে না? সেলিব্রেটিরা না হয় দিনের পর দিন দাঁতে দাঁত চিপে ট্রোলিং সহ্য করবে (তেমনই প্রত্যাশা)- তোমরা দেখছি কোনও লেখক, ঘরের বউ, দিদিকেও ছাড়বে না।’
এদিকে এই পরিস্থিতিতেও দেবের হয়েই ঢাল ধরেছেন তাঁর অনুরাগীরা। ইচ্ছাকৃতভাবে দেবকে আক্রমণ করতেই এধরনের কাজকর্ম চলছে বলে মনে করছেন কেউ কেউ। এক নেটিজেন দেবের পক্ষে সওয়াল করে দেব-কে ট্যাগ করে লেখেন, ‘কেন দেব অধিকারীর বিরুদ্ধে এরকম নোংরামি চলে! একটা ইন্ডাস্ট্রি mass ছবি ছাড়া অচল।সেখান #Khadaan ওয়ার্ক করে গেছে। সেটাই এদের ভয়। দেব,জিতের Mass ছবি যদি চলে যায় তাহলে সস্তার সিরিয়াল পরিচালকরা পাত্তা পাবে না। এজন্যই খাদানের সাফল্যে জ্বলছে ও ভাবাচ্ছে। সামনে #RaghuDakat ও আসছে।’
যদিও এই পরিস্থিতিতে দেব অবশ্য মুখ খোলেননি। জিনিয়া সেনকে ট্রোলিং নিয়েও তিনি কোনও জবাব দেননি।