শুক্রবার মুক্তি পেল সন্তান। আর এদিনই রাজ চক্রবর্তীর প্রশংসায় ভেসে গেলেন প্রযোজক রানা সরকার। জানিয়ে দিলেন বাংলা কমার্শিয়াল ছবির বাবা রাজই। একই সঙ্গে টলিউডকে অনুরোধ করলেন এতদিন রাজ যা যা দিয়েছেন সেটার কিছুটা হলেও যেন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
রাজকে নিয়ে কী বললেন রানা?
এদিন রাজকে নিয়ে যে পোস্টটি করেছেন রানা সেখানে তিনি লেখেন, 'রাজ চক্রবর্তী: বাংলা কমার্শিয়াল সিনেমার বাবা। রাজ, তুমি শুধু দিয়ে গেছ, আমরা কেবল পেয়েছি, দিতে শিখিনি। একটা সময় রাজ একের পর এক হিট দিয়ে গেছে। চিরদিনি থেকে শুরু শুধু হিট বাংলা সিনেমা নয় , ইন্ডাস্ট্রিকে প্রচুর ট্যালেন্ট উপহার দিয়েছে রাজ। কে নেই সেই লিস্টে । দেব, শুভশ্রী, রাহুল, প্রিয়াঙ্কা, পায়েল, মিমি, নুসরত, বনি, কৌশানি আরও কত স্টার । আর অসংখ্য অভিনেতা অভিনেত্রী। এদের কেউ কেউ একটু নাম করেই রাজকে অবজ্ঞা অপমান করেছে এবং নিজের কেরিয়ার নষ্ট করেছে। কেউ আবার রাজের হাত ধরেই নিজের ব্র্যান্ডকে বড় করেছে। রাজ একের পর এক হিট গান উপহার দিয়েছে জিৎ গাঙ্গুলি, ইন্দ্রদীপ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে।'
একই সঙ্গে এই পোস্টে তিনি জানান রাজের জন্য অরিজিৎ সিংকে চিনেছেন তিনি। সেই বিষয়ে লেখেন, 'রাজের সিনেমাতেই আমরা অরিজিৎ সিং-কে চিনেছি। একটা দশক রাজের কমার্শিয়াল সিনেমা বাংলা সিনেমার ব্যবসার অর্থনীতি টিকিয়ে রেখেছে । আর আমরা শহুরের সিনেমা বোদ্ধারা ও মিডিয়া রিমেক ছবির পরিচালক, জেরক্স মেশিন, চাকতি ইত্যাদি বলে রাজের অবদানকে ছোট করেছি। তারপর রাজ তার নিজের সিনেমার ধারা পরিবর্তন করে পরিণীতা বানাল এবং সফল হল। সেই পরিণীতা এখন হিন্দিতে রিমেক হচ্ছে Hotstar -এর জন্য। তবুও রাজকে আমরা স্বীকৃতি দিলাম না। তারপর একের পর এক অরিজিনাল বাংলা সিনেমা বানাল রাজ, তার মধ্যে অনেকগুলো সফল। আবার প্রলয় ওয়েব সিরিজ সুপারহিট হল।'
রানা পরিশেষে লেখেন, 'বাঙালি দর্শক কিন্তু সেভাবে দেখে না রাজ চক্রবর্তীকে। একটা পুরো জেনারেশন রাজের সিনেমাকেই এখনো মনে রাখে, রাজের সিনেমার গান ডিস্কো ক্লাব পার্টিতে বাজায়। আজও রাজ চক্রবর্তীর সঙ্গে সেলফি তুলতে আসা সাধারণ মানুষের সংখ্যা বেশি অন্যদের তুলনায়, রাজের reels video viral হয়। বাংলা সিনেমার সন্তান রাজ চক্রবর্তী আজ সন্তান বানিয়েছে। সন্তান সিনেমা নিয়ে বিশদ কিছু বলব না, অনেকেই রিভিউ দিয়েছে। এই সিনেমা বহুদিন চলবে বক্সঅফিসে আপনারা দেখতে পাবেন। আমার শুধু এই সিনেমাকে রূপক অর্থে ভাবতে ইচ্ছা করছে: ভাবুন মিঠুন চক্রবর্তী যে বাবার চরিত্র অভিনয় করেছে সেটা আসলে রাজের চরিত্র বাংলা ইন্ডাস্ট্রির এক পিতার ভূমিকায়, আর সেই পিতার সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রিতে তার সন্তানেরা কী ব্যবহার করেছে তার একটা গল্প। সিনেমা দেখে পরে ভাবুন, যারা insider story জানেন তারা দেখবেন গল্প মিলে যাবে । এখন একটু রাজকে কিছু ফিরিয়ে দেওয়ার সময়।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'সহমত। সত্যি রাজ দা অনেক কিছু দিয়েছে। জনগণ সেটা উপভোগ ও করেছে। পরেও উপভোগ করবে।' রাজ নিজেও এই পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, 'তুমি যে কথাগুলো বললে রাণাদা, কোনও শব্দ দিয়ে এর পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানানো খুব কঠিন। তবু সৃজিতের ছবি থেকে একটা গানের লাইন আজ খুব মনে পড়ছে। তোমার জন্য সেটাই রইল কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।'
সন্তান প্রসঙ্গে
সন্তান ছবিটি ২০ ডিসেম্বর মুক্তি পেল। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে উঠে আসবে বাবা ছেলের কথা। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ। বক্স অফিসে এই ছবিটি মুখোমুখি হয়েছে দেবের খাদান এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র ছবি দুটোর সঙ্গে।