বাংলা নিউজ > বায়োস্কোপ > Rana Sarkar Viral Post: ‘জিদ্দা যদি ফেলুদা হয় তাহলে খেলা জমে যাবে!’, রাণার নিশানায় এবার জিৎ না পরমব্রত?

Rana Sarkar Viral Post: ‘জিদ্দা যদি ফেলুদা হয় তাহলে খেলা জমে যাবে!’, রাণার নিশানায় এবার জিৎ না পরমব্রত?

জিৎ না পরমব্রত, এবারে রাণা সরকারের নিশানায় কে?

ফেসবুকে বিতর্কিত পোস্ট করতে সিদ্ধহস্ত প্রযোজক রাণা সরকার। বৃহস্পতিবারও বেশ কটাক্ষভারা পোস্টই এল ফেসবুকে। নিশানায় কে?

গত মাস থেকে একাধিকবার টলিউডের প্রযোজক জিতের নিশানায় উঠে এসেছে অভিনেতা জিৎ। প্রসঙ্গটা অবশ্যই চেঙ্গিজ। গত মাসে ইদ উপলক্ষে বাংলা ও হিন্দি দুটো মুক্তি পেয়েছিল এই সিনেমা। যা দিয়ে প্রথমবার কোনও বাংলা ছবি চলেছিল গোটা দেশে। রাণা প্রথম থেকেই দাবি করে এসছিলেন, জিৎ ভক্তরা যতই নাচানাচি করুক না কেন, বক্স অফিসে কামাল দেখাতে পারছে না চেঙ্গিজ।

তবে রাণার পোস্টে যাকে বলে মারমুখী হয়ে তেড়ে আসে জিৎ-অনুরাগীরা। আর তাতে যেন একটু বেশিই উৎসাহ পান রাণা। তাঁর কাছ থেকে প্রায় প্রতিদিনই আসতে থাকে নতুন নতুন পোস্ট। আর তাতে ভরে ভরে জিৎ আর চেঙ্গিজকে নিয়ে কটাক্ষ। মাঝে কটা দিন চুপচাপ থাকলেও, রাণার মুখে ফের ‘জিদ্দা’র কথা।

জিৎকে কটাক্ষ করে ‘জিদ্দা’ই লেখেন এই প্রযোজক। এবারে রাণা লিখলেন, ‘জিদ্দা যদি এবার ফেলুদা হয় তাহলে খেলা জমে যাবে।’ এবার প্রশ্ন হল নিশানায় কি শুধুই জিৎ নাকি রয়েছেন পরমব্রতও। যাকে নিয়ে ট্রোলের বন্যা অনলাইনে। জি ফাইভে-র ওয়েব সিরিজে ফেলুদা হয়েছেন একসময়ের তোপসে। সেটা মানতে পারেননি অনেকেই।

সে যাই হোক রাণার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশন ফের উত্তপ্ত। একজন কমেন্ট করলেন, ‘জিৎ যদি ফেলুদা করে অন্তত পরমব্রতর থেকে ভালো অভিনয় করবে।’ আরেকজন লিখলেন, ‘আপনি বরং মগনলাল মেঘরাজের পার্টটা করবেন।’ (ফেলুদার পাঠকরা জানেন মগনরাজ মেঘরাজের সঙ্গে ফেলু মিত্তিরের সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়।) তৃতীয়জন লিখলেন, ‘জিতদাকে ছোট করে মনে হয় দেবকে চাটছে। যাতে ধুমকেতুটা রিলিজ হতে পারে।’ (দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতুর প্রযোজক ছিলেন রাণা। যে ছবি শ্যুট শেষ হওয়ার ৬ বছর পরেও আটকে আছে। দেব-শুভশ্রী জুটির কামব্যাক ফিল্ম হওয়ার কথা ছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবির। কিন্তু রানার দাবি দেব নাকি এখনও ডাবিংই করেননি।)

এর আগেও রাণা সরাসরি আক্রমণ করেছিলেন ‘জিদ্দা’কে! ফেসবুকে লিখেছিলেন, ‘আরে ভাই… দর্শক যদি সিনেমা হলে না যায় তাহলে এই 'কানা সরকার'-এর কী দোষ? সুপারষ্টার, দাদা থেকে কাকু হয়ে গেলেন, এখনো বুঝলেন না বাংলার দর্শক কোন সিনেমা দেখবে আর কোনটা দেখবে না? বাংলা সাহিত্য পড়ুন জিদ্দা, অনেক আইডিয়া পাবেন…ওহো, বাংলা পড়তে পারেন কিনা সেটা আবার আমার জানা নেই।’

প্রসঙ্গত, sacnilk.com-এর রিপোর্টে দাবি করা হয়েছে ‘চেঙ্গিজ’-এর বাংলা ভার্সনের দু-সপ্তাহের কালেকশন ৩.৩১ কোটি টাকা। আর হিন্দিতে এই ছবি আয় করেছে ১.৩৪ লক্ষ টাকা, অর্থাৎ সব মিলিয়ে মোট ৪.৬৫ কোটি। যা অনেকটাই কম। যদিও চেঙ্গিজকে ‘সুপারহিট’ ঘোষণা করে দিয়েছেন জিৎ নিজে। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি সেই সময় লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, চেঙ্গিজ সুপারহিট, আপনাদের সকলকে ধন্যবাদ।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.