আরজি কর নিয়ে আন্দোলনে কোনও রং লাগতে দেননি জুনিয়র ডাক্তাররা। তা সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা অগ্নিমিত্রা পাল, কোনও বিশেষ দলের লোক দেখলেই উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান। তবে কিছু ছবি সামনে আনলেন টলিউডের প্রযোজক রাণা সরকার। যেখানে তাঁকে ছবি-সহ অভিযোগ তুলতে দেখা গেল বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর হাত থেকে খাবার নিচ্ছে আন্দোলরত কিছু চিকিৎসক।
রাণা ছবি শেয়ার করেছেন তিনটি। তাতে একটিতে খাবার দিতে দেখা যাচ্ছে। দ্বিতীয়টি ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন পামেলা। তৃতীয়টি পামেলার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। আর তারপর রাণা লিখলেন, ‘পামেলা গোস্বামী, ২০২১ সালে কোকেন সহ গ্রেফতার হন তৎকালীন বিজেপি যুবমোর্চার এই নেত্রী। আজ তিনি আন্দোলনের পাশে দাড়িয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালদের গো ব্যাক বলে ফেরত পাঠিয়ে নিজেদের দলহীন অরাজনৈতিক সত্ত্বা প্রমাণ করেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাহলে ইনি কোন ম্যাজিকে থেকে গেলেন?’
আরও পড়ুন: পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার
‘যখন কোন বৃহৎ ও মহান উদ্দেশ্যে আন্দোলন হয় তখন এইসব দিকে খেয়াল রাখা উচিত না? প্রশ্ন থাকলো।’, আরও লেখেন রাণা ফেসবুকে।
তবে রাণার এই সমালোচনা একেবারেই মনঃপূত হয়নি বেশিরভাগ নেট-নাগরিকদের। একজন লিখলেন, ‘সবাই কি সবাইকে চেনে? এটা কি সম্ভব? দুদিন আগে সন্দীপ ঘোষকেও এত মানুষ চিনত না।’ এর জবাবে রাণা লেখেন, ‘চিনিয়ে দিলাম’।
দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই জন্যেই আপনাকে ওখানে থাকতে হতো। শুধু ফেসবুকে থাকলে এই হয়।।’ সাহিত্যিক বিনোদ ঘোষাল মন্তব্য করলেন, ‘আমাকে কোকেন দেখালেও চিনতে পারব না কারণ কোনওদিন চোখেই দেখিনি।’ আরেকজন রাণাকে উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি অমেরুদণ্ডী তুমি আন্দোলন নিয়ে যত কম কথা বলবে তত মানুষের থেকে কম খিস্তি শুনবে।’ অন্য আরেকজন লিখলেন, ‘আপনি ওখানে দাঁড়িয়ে সবাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব নিন --- ঠান্ডা ঘরে বসে পোস্ট না করলেও চলবে।’
আরও পড়ুন: দাদা ইউভানের জন্মদিনে ইয়ালিনির মুখ প্রকাশ্যে! রাজ না শুভশ্রী, কার মতো দেখতে খুদে
তবে এর আগে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের সময় প্রশংসার সুরই ছিল রাণার গলাতে। তিনি দুটো ছবি শেয়ার করেছিলেন, একটি হাতে গোলাপ নিয়ে মিছিলের, অন্যটি পুলিশের ব্যারিকেডের। আর তখন রাণা লিখেছিলেন, ‘দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ…’