বাংলা নিউজ > বায়োস্কোপ > কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা, ছবি শেয়ার টলি-প্রযোজক রাণা সরকারের

কোকেন-সহ গ্রেফতার হওয়া BJP নেত্রী পামেলা গোস্বামীর থেকে খাবার নিচ্ছে ডাক্তাররা, ছবি শেয়ার টলি-প্রযোজক রাণা সরকারের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনৈতির রং লাগানোর চেষ্টা করছেন রাণা সরকার?

বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর থেকে জুনিয়র ডাক্তাররা খাবার নিচ্ছেন। ছবি শেয়ার করে সমালোচনা টলি প্রযোজক রাণা সরকারের। যদিও নেট-নাগরিকরা পালটা কটাক্ষ করল তাঁকে। 

আরজি কর নিয়ে আন্দোলনে কোনও রং লাগতে দেননি জুনিয়র ডাক্তাররা। তা সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা অগ্নিমিত্রা পাল, কোনও বিশেষ দলের লোক দেখলেই উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান। তবে কিছু ছবি সামনে আনলেন টলিউডের প্রযোজক রাণা সরকার। যেখানে তাঁকে ছবি-সহ অভিযোগ তুলতে দেখা গেল বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর হাত থেকে খাবার নিচ্ছে আন্দোলরত কিছু চিকিৎসক।

রাণা ছবি শেয়ার করেছেন তিনটি। তাতে একটিতে খাবার দিতে দেখা যাচ্ছে। দ্বিতীয়টি ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন পামেলা। তৃতীয়টি পামেলার ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট। আর তারপর রাণা লিখলেন, ‘পামেলা গোস্বামী, ২০২১ সালে কোকেন সহ গ্রেফতার হন তৎকালীন বিজেপি যুবমোর্চার এই নেত্রী। আজ তিনি আন্দোলনের পাশে দাড়িয়েছেন। অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্রা পালদের গো ব্যাক বলে ফেরত পাঠিয়ে নিজেদের দলহীন অরাজনৈতিক সত্ত্বা প্রমাণ করেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাহলে ইনি কোন ম্যাজিকে থেকে গেলেন?’

আরও পড়ুন: পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার

‘যখন কোন বৃহৎ ও মহান উদ্দেশ্যে আন্দোলন হয় তখন এইসব দিকে খেয়াল রাখা উচিত না? প্রশ্ন থাকলো।’, আরও লেখেন রাণা ফেসবুকে।

তবে রাণার এই সমালোচনা একেবারেই মনঃপূত হয়নি বেশিরভাগ নেট-নাগরিকদের। একজন লিখলেন, ‘সবাই কি সবাইকে চেনে? এটা কি সম্ভব? দুদিন আগে সন্দীপ ঘোষকেও এত মানুষ চিনত না।’ এর জবাবে রাণা লেখেন, ‘চিনিয়ে দিলাম’। 

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের সামনে থাকা আন্দোলনকারী চিকিৎসককে এসে ধন্যবাদ জানাল পুলিশ, আসল ঘটনা তুলে ধরলেন সুদীপ্তা

দ্বিতীয়জনের মন্তব্য, ‘এই জন্যেই আপনাকে ওখানে থাকতে হতো। শুধু ফেসবুকে থাকলে এই হয়।।’ সাহিত্যিক বিনোদ ঘোষাল মন্তব্য করলেন, ‘আমাকে কোকেন দেখালেও চিনতে পারব না কারণ কোনওদিন চোখেই দেখিনি।’ আরেকজন রাণাকে উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি অমেরুদণ্ডী তুমি আন্দোলন নিয়ে যত কম কথা বলবে তত মানুষের থেকে কম খিস্তি শুনবে।’ অন্য আরেকজন লিখলেন, ‘আপনি ওখানে দাঁড়িয়ে সবাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব নিন --- ঠান্ডা ঘরে বসে পোস্ট না করলেও চলবে।’

আরও পড়ুন: দাদা ইউভানের জন্মদিনে ইয়ালিনির মুখ প্রকাশ্যে! রাজ না শুভশ্রী, কার মতো দেখতে খুদে

তবে এর আগে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের সময় প্রশংসার সুরই ছিল রাণার গলাতে। তিনি দুটো ছবি শেয়ার করেছিলেন, একটি হাতে গোলাপ নিয়ে মিছিলের, অন্যটি পুলিশের ব্যারিকেডের। আর তখন রাণা লিখেছিলেন, ‘দেখ সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ…’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.