আরজি কর আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। পুজোর সময় ডাক দিয়েছিলেন উৎসবে না ফেরার। দিন রাত পরে থেকেছেন রাস্তায়। তবে বিগত কিছুদিন ধরেই নিজের কোনও কাজের খবর সোশ্যাল মিডিয়ায় দিলে পড়তে হচ্ছে আক্রমণের মুখে। এবার সেই অভিনেতা, চিকিৎসক কিঞ্জল নন্দের পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিলেন প্রযোজক রানা সরকার। কী বললেন তিনি?
আরও পড়ুন: কয়লাখনিতে 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্স দেবের! অন্তরা-রথিজিতের গান শীতেই আনল বসন্তের আমেজ
কী ঘটেছে?
অভিনেতা, চিকিৎসক কিঞ্জল নন্দ কিছুদিন আগে একটি টিএমটি বারের বিজ্ঞাপনে কাজ করে সেটার ছবি দেওয়ায় তাঁকে বিস্তর কটাক্ষ করা হয়। এরপর তিনি তাঁর আগামী ছবি, সিরিজের বিষয়ে ঘোষণা করতে তাঁকে লাগাতার আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে আরজি আন্দোলনের মাঝে তিনি কীভাবে শ্যুটিং করলেন। কখনই বা শ্যুটিং করলেন। যদিও অনেকেই এই সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। জানিয়েছেন 'আন্দোলন করতে গেলে কাজ বন্ধ রাখতে হবে এটা কেমন কথা?' এবার কিঞ্জলের পাশে এসে দাঁড়ালেন টলিউডের প্রযোজক রানা সরকার। নাম না করে কটাক্ষ শানালেন নিন্দকদের।
কী লিখলেন রানা?
রানা এদিন তাঁর পোস্টে লেখেন, 'মিডিয়া যেভাবে কিঞ্জল নন্দকে ফুটেজ দিচ্ছে মনে হচ্ছে ওই বাংলা সিনেমার নেক্সট সুপারস্টার হতে চলেছে। কিন্তু টলিউড সুপারস্টার হতে হলে ওঁকে আন্দোলন ছাড়তে হবে। ডাক্তারিও ছাড়তে হবে। সাই পল্লবী ডাক্তারি ছেড়ে সুপারস্টার হয়েছে। একের পর এক ঝাপসা সিনেমায় অভিনয় করা ছাড়তে হবে। তাহলেই কেউ আর জিজ্ঞেস করবে না শুটিং কবে।'
কে কী বলছেন?
এক ব্যক্তি রানার এই পোস্টে লেখেন, 'শেষ লাইনটা লেখার কোনো দরকার ছিল না, এটা পড়লে ও নিজের ডাক্তারি ছেড়ে দেবে।' আরেকজন লেখেন, 'ভালো ডাক্তারের বড়ই অভাব, তাই কিঞ্জলের কাছে অনুরোধ চিকিৎসাটাই করো। বাংলা সিনেমায় অভিনয় করার জন্য হিরণ,যশ, নুসরত, সায়ন্তিকা আছে তো।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঠিকই, কিঞ্জল আগে সুপারস্টার হোক তারপর কোনও দলের নেতা হয়ে আন্দোলন করুক! এতে নাম আর রোজগার দুটো ই হবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'তাহলেই বোঝো ঠেলা।'
আরও পড়ুন: মালাবদল নয়, চলচ্চিত্র উৎসবের মঞ্চে উত্তরীয় বদল সারলেন দেব - রুক্মিণী! নেপথ্যে মমতা, ব্যাপারটা কী?
কিঞ্জল নন্দের আগামী কাজ
কিঞ্জল নন্দকে আগামীতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ডু নট ডিস্টার্ব ছবির দেখা যাবে। ২০২৫ সালে মুক্তি পাবে ছবিটি। এছাড়া অভিনেতাকে আগামীতে দেবী চৌধুরানী ছবিতেও দেখা যাবে। সেই ছবিও ২০২৫ সালের মে মাসে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে রয়েছে আপিস ছবিটিও। এটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেও কিঞ্জল তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।