সদ্যই মুক্তি পেয়েছে অযোগ্য ছবির প্রথম গান। আর বলাই বাহুল্য মুক্তি পেতে না পেতেই রীতিমত হইচই ফেলে দিয়েছে শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি। একই সঙ্গে উসকে গিয়েছে বিতর্কও। কী নিয়ে? গানের বাংলা বানান নিয়ে। আসলে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির ৫০ তম ছবির এই গানটির নাম তুই আমার হবি না। কিন্তু নির্মাতাদের তরফে গানের বানান লেখা হয়েছে তুই আমার হোবি না। আর এই হোবি না বানান নিয়ে শুরু হয়েছে শোরগোল। এবার সেই বিষয়ে কী বললেন সঙ্গীত পরিচালক রণজয় এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
কী ঘটেছে?
১৩ মে, সোমবার মুক্তি পেয়েছে অযোগ্য ছবির প্রথম গান তুই আমার হবি না। এই গানে উঠে এসেছে বিচ্ছেদের যন্ত্রণা। একই সঙ্গে ধরা পড়েছে অযোগ্য ছবির গল্পের কিছুটা অংশ। দর্শকদের সঙ্গে পরিচিতি ঘটেছে ছবির চরিত্রদের। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি নিমেষেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু উসকেছে বিতর্ক। এবার সেই বানান বিতর্ক নিয়ে কলম ধরলেন খোদ পরিচালক।
কৌশিক তাঁর পোস্টে স্পষ্টই জানিয়ে দেন এই গানের নাম তাঁর দেওয়া। এমনকি বানানও। সঙ্গীত পরিচালক রণজয় অন্য নাম রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কৌশিকের উপর বিশ্বাস রেখেই তিনি এই নাম রাখায় সম্মতি জানান। এদিন কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সেই পোস্টে লেখেন, 'রণজয় চেয়েছিল গানের নামটা পর্ণমোচী দিন হোক, আমি জেদ ধরে নাম রাখলাম তুই আমার হোবি না। রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিল আমার ভরসায়। হবি না-র বানান করা হল উচ্চরণ অনুযায়ী, আর hobby-র বাংলা বানান হবি থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনই। না-পাওয়া ভালোবাসার এই গানের সহজ নাম তাই হল, তুই আমার হোবি না! শুনুন ও শোনান।'
রণজয় ভট্টাচার্য নিজেও কৌশিকের এই পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন 'যারা 'হোবি' নাকি 'হবি' কোনটা হওয়া উচিৎ এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের জন্যে।'
তুই আমার হবি না গান প্রসঙ্গে
অযোগ্য ছবিটির প্রথম গান হল তুই আমার হবি না। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। মিষ্টি সুরেলা গানের প্রতিটি কথা এবং সুরে ব্যক্ত হয়েছে যন্ত্রণার কথা। কষ্টের ছাপ। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য। এই গানের ভিডিয়োতে উঠে এসেছে ছবির খানিক গল্পও। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম প্রসেন এবং ঋতুপর্ণার চরিত্রের নাম পর্ণা। ঋতুপর্ণার স্বামী হলেন শিলাজিৎ। ওরফে রক্তিম। তাঁদের সন্তানের পায়ে সমস্যা। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দুজনের জীবনেই নানা সমস্যা আছে। কিন্তু কোথায় কীভাবে তাঁদের জীবন বাঁধা, কোন দিকে ছবির গল্প এগোবে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। এখানে বুম্বাদার মায়ের চরিত্রে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। ছবির গল্পে উঠে আসবে মৃত্যু, দুর্ঘটনাও, সেটা এই গান থেকেই স্পষ্ট।
আরও পড়ুন: কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর
অযোগ্য প্রসঙ্গে
অযোগ্য ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। অভিনয়ে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি।