বাংলা নিউজ > বায়োস্কোপ > টাকা নিয়েই যত্ত ঝামেলা! সৃজিতের ‘টেক্কা’ থেকে আউট অনুপম, মাঝে ঢুকলেন কে?

টাকা নিয়েই যত্ত ঝামেলা! সৃজিতের ‘টেক্কা’ থেকে আউট অনুপম, মাঝে ঢুকলেন কে?

টাকা নিয়েই যত্ত ঝামেলা! সৃজিতের ‘টেক্কা’ থেকে আউট অনুপম, মাঝে ঢুকলেন কে?

প্রযোজক দেব জানিয়ে দিয়েছেন অনুপমকে! টেক্কার বাজেট কমাতে ‘বাদ’ অনুপম। বদলি হিসাবে কে এলেন? 

সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কায় শোনা যাবে না অনুপম রায়ের গান! শুরু থেকে সৃজিতের এই ছবির সঙ্গে জুড়ে ছিলেন অনুপম। আসলে পরিচালক সৃজিতের ছবি মানেই সুরকরের আসনে থাকছেন অনুপম রায়, এটা সবার জানা কথা। কিন্তু এবার সেই ট্রেন্ডে ফুলস্টপ পড়ল। আরও পড়ুন-‘হে রাম’-এ অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নেন শাহরুখ খান? ফাঁস করলেন কমল হাসান

পিয়া-পরমব্রতর বিয়ে বিতর্কে যখন ইন্ডাস্ট্রি তোলপাড়, সেই সময় জানা যায় সৃজিতের ছবি মেলাচ্ছে পরমব্রত-অনুপমকে। অর্থাৎ টেক্কায় অভিনয়ের কথা ছিল পরমব্রতর, পরে তিনি সরে যান ডেট সমস্যায়। তবে এই ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলেন অনপুম। কিন্তু আচমকা হলটা কী?

টেক্কা থেকে সরে দাঁড়ানোর কথা মেনে নিয়েছেন অনুপম। তিনি বলেন, ‘ছবির বাজেট নিয়ে সমস্যা। তাই আমি নেই’। ওটিটি প্লে-কে সঙ্গীতশিল্পী জানান, ‘দেবের (টেক্কার প্রযোজক) সঙ্গে আমার আলোচনা হয়েছে। বাজেটের সমস্যা দেখা দিচ্ছে। আমি কাজের জন্য একটা নির্দিষ্ট পারিশ্রমিক নিই, সেটা পূরণ হচ্ছে না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। দেব বলেছে আমরা অন্য কোনও প্রোজেক্টে নিশ্চয় কাজ করব। গোটা টিমকে আমার শুভেচ্ছা’। 

টেক্কার বাজেট কমাতেই বাদ অনুপম। অন্যদিকে সেই জায়গা নিলেন ‘প্রেমে পড়া বারণ’ খ্যাত রণজয় ভট্টাচার্য। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’তে একসঙ্গে কাজ করেছেন অনুপম-রণজয়। প্রথমবার সৃজিতের ছবিতে সুর করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রণজয়। আনন্দবাজারকে তিনি জানান, ‘সৃজিত মুখোপাধ্যায়ের গানে সুর দেওয়া যেমন কঠিন, তেমনই লোভনীয়। এই প্রথম ওঁর সঙ্গে কাজ করব। ফলে, প্রচণ্ড উত্তেজিত।’

টেক্কার প্রথম পর্বের শ্য়ুটিং শেষ। আপতত এসভিএফ-এর প্রযোজনায় তৈরি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সৃজিত। শেষ হয়েছে সেই কাজ। এবার টেক্কার দ্বিতীয় শেডিউলের কাজে হাত দেবেন পরিচালক। 

টেক্কা নিয়ে এখনও সৃজিতের সঙ্গে আলোচনা হয়নি রণজয়ের। তিনি দেশের বাইরে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফিরবেন। তাঁর পর পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন। সৃজিতের শেষ রিলিজ ‘দশম অবতার’-এ অনুপমের ‘আমি সেই মানুষটা আর নেই', ‘বাউন্ডুলে ঘুড়ি’র মতো গান ঝড় তুলেছিল। রণজয় কি সেই ম্যাজিক রিপিট করতে পারবেন? উত্তরের অপেক্ষায় ভক্তকূল। 

সৃজিতের পুজো রিলিজ টেক্কায় লিড রোলে রয়েছেন দেব, রুক্মিণী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সৃজিতের প্রাক্তন স্বস্তিকা মুখোপাধ্য়ায়। এই প্রথমবার দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা। অন্যদিকে জুলফিকারের পর ফের সৃজিতের ছবিতে দেব। প্রথমবার সোলো লিড হিসাবে। টেক্কা নিয়ে উত্তেজনার পারদ কিন্তু ইতিমধ্যেই চড়ছে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০ ভিড় দেখেই ‘বাচ্চা’ সাবাকে সামলাতে তৎপর হৃতিক, জানেন দুজনের বয়সের পার্থক্য কত? হিমা দাসের স্বস্তি! ডোপিং অভিযোগ থেকে মুক্ত করল NADA-র ADAP শৃঙ্খলা প্যানেল ২০ অক্টোবর মঙ্গলের কর্কটে গমন, থাকতে হবে খুব সতর্ক, সমস্যা বাড়বে এই ৪ রাশির আরজি করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.