সম্প্রতি কানাঘুষোয় শোনা যাচ্ছিল রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি নাকি প্রেম করছেন। গুড্ডি ধারাবাহিকের সহঅভিনেতাকেই নাকি মন দিয়েছেন তিনি। যদিও এসব জল্পনায় তাঁরা কোনও সিলমোহর দেননি। তবে এদিন শহরের বুকে চলা একটি ওয়াইন তৈরির উৎসবে যোগ দিতে দেখা গেল তাঁদের।
আরও পড়ুন: টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! নামী ফটোগ্রাফারের নাম করে অর্ধনগ্ন শ্যুট করে ব্ল্যাকমেল তরুণীদের
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বৈদিক ভিলেজে চলছে এই গ্রেপ স্টম্পিং ইভেন্ট। সেখানেই যোগ দিয়েছেন রণজয় এবং শ্যামৌপ্তি। তাঁরা দুজন হাতে হাত রেখে সেই কাঠের বৃত্তে নামেন যেখানে আঙুর রাখা ছিল। তারপর পা দিয়ে পিষতে থাকেন। তাঁদের দুজনকেই এদিন ক্যাজুয়াল পোশাকে দেখা যায়।
রণজয় বিষ্ণু এদিন একটি হলুদ শার্ট এবং জিন্স পরেছিলেন। অন্যদিকে শ্যামৌপ্তি মুদলি পরেছিলেন সাদা কালো প্রিন্টেড শার্ট এবং কালো জিন্স। তাঁদের সঙ্গে এদিন আরও অনেককেই যোগ দিতে দেখা যায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো তাঁদের দুজনকে প্রথমবার স্টার জলসার পর্দায় গুড্ডি ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। সেই থেকেই তাঁদের জুটি দারুণ হিট হয়। এরপর ওঠে তাঁদের প্রেমের গুঞ্জনও।
আগামীতে তাঁদের আবারও একসঙ্গে দেখা যাবে। তবে সিরিয়াল নয়। মিউজিক ভিডিয়ো। সেই খবরও এদিন অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁদের দুজনের একটি আবছা ছবি পোস্ট করে লেখেন, 'ভালোবাসার মরশুমে,হাতে হাত রেখে...... আসছে নতুন কিছু, চোখ রাখুন।' ফলে ভ্যালেন্টাইন্স সপ্তাহ প্রেমের দিন উপলক্ষেই যে তাঁরা সেই চমক দিতে প্রস্তুত সেটা স্পষ্ট।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে দিয়েছিলেন যোগ, সেই বাঁধনকেই 'অমাবস্যার চাঁদ' বলে খোঁচা তসলিমার! কেন?