বলিউডে কখনও রাজনীতিবিদ, কখনও আবার ক্রীড়া ব্যক্তিত্বের বায়োপিক তৈরি হতে দেখা যায়। যে ব্যক্তির বায়োপিক তৈরি করা হয়, সেই ব্যক্তির খুঁটিনাটি সমস্ত চরিত্র তুলে ধরার চেষ্টা করেন নায়ক বা নায়িকারা। কিন্তু ‘সঞ্জু’ হলো এমন একটি বায়োপিক, যে সিনেমা দেখতে দেখতে মানুষ একসময় ভুলেই গিয়েছিলেন তাঁরা পর্দায় সঞ্জয় দত্তকে দেখছেন নাকি রণবীর কাপুরকে।
‘সঞ্জু’ সিনেমায় রণবীরের কথাবার্তা, চালচলন এমনকি শারীরিক গঠন হুবহু মিলে গিয়েছিল সঞ্জয় দত্তের সঙ্গে। ‘সঞ্জু’ সিনেমার পর থেকেই রণবীরকে সঞ্জয় দত্তের সঙ্গে তুলনা করেন অনেকেই। এবার আরও একবার সেই প্রসঙ্গ উঠে এলো সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিয়োর হাত ধরে।
(আরও পড়ুন: শিব মূর্তির পিছন থেকে ধর্মেন্দ্রর কথা বলা, সেই দৃশ্য আর হবে না: রোহিত শেট্টি)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রণবীর স্পট বয়ের জন্মদিন উদযাপন করছেন। স্পট বয়কে কেক খাইয়ে দিচ্ছেন রনবীর। ভিডিয়োয় রণবীরের চেহারার সঙ্গে সঞ্জয় দত্তের মিল পেয়েছেন অনেকেই। সঞ্জু সিনেমার দীর্ঘ ৬ বছর পরেও কি অদ্ভুতভাবে এই মিল এখনও বর্তমান, তা দেখে অবাক হয়ে গেছেন সকলে।
ভিডিয়োর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আপনাকে দেখতে একেবারে সঞ্জয় দত্তের মতোই লাগে।’ একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝলাম সঞ্জয় দত্ত নন, রণবীর কাপুর।’ অন্য একজন লিখেছেন, ‘যতদিন যাচ্ছে আপনার সঙ্গে সঞ্জয় দত্তের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।’
(আরও পড়ুন: নাকে নল লাগানো, মৃত্যুশয্যায় ছট পুজোর গান গাইছেন 'বিহার কোকিলা', পদ্মভূষণ পাওয়া সারদা সিনহার ভিডিয়ো ভাইরাল)
প্রসঙ্গত, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ভাট এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুর। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব সম্ভবত আগামী বছরই এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।